আজ নির্বাচন ১২ রাজ্যের ১২১ কেন্দ্রে

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ১২টি রাজ্যের মোট ১২১টি লোকসভা কেন্দ্রে. নির্বাচন শুরু সকাল ৭টায়. ভোট দেবে বিহার, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিম বঙ্গ.

Updated By: Apr 17, 2014, 12:03 AM IST

লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ১২টি রাজ্যের মোট ১২১টি লোকসভা কেন্দ্রে. নির্বাচন শুরু সকাল ৭টায়. ভোট দেবে বিহার, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিম বঙ্গ.

কর্নাটকের ২৮টি কেন্দ্র, রাজস্থানের ২০টি কেন্দ্র, মহারাষ্ট্রের ১৯টি কেন্দ্র, ওড়িশা ও উত্তর প্রদেশের ১১টি করে কেন্দ্র, বিহারের ৭টি কেন্দ্র, ঝাড়খণ্ডের ৬টি কেন্দ্র, পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্র, ছত্তিসগড়ের ৩টি কেন্দ্র, মণিপুর এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ কাল.

আজকে নজরে যেইসব প্রার্থীরা-

গুলাম নবি আজাদ (উধমপুর)
মানেকা গান্ধী (পিলভিট)
শত্রুঘ্ন সিনহা (পাটনা সাহিব)
জসবন্ত সিং (বারমার)
বীরাপ্পা মইলি (চিক্কাবল্লাপুর)
অনন্ত কুমার ও নরেন্দ্র নিলেকনি(ব্যাঙ্গালোর)

.