সুধীর কুমারের অপসারণের দাবি তুলছে সব দল
বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বামেরা। আজ দিল্লিতে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন চার বাম দলের নেতারা। তাঁদের অভিযোগ, রাজ্যে তৃতীয় দফার ভোটে সন্ত্রাস চালিয়েছে শাসকদল। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ঠিকমতো ব্যবহার করা হয়নি কেন্দ্রীয় বাহিনীকেও।
বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে বামেরা। আজ দিল্লিতে কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করবেন চার বাম দলের নেতারা। তাঁদের অভিযোগ, রাজ্যে তৃতীয় দফার ভোটে সন্ত্রাস চালিয়েছে শাসকদল। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। ঠিকমতো ব্যবহার করা হয়নি কেন্দ্রীয় বাহিনীকেও।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তাকে স্মারকলিপি দিলেন বামপন্থী বুদ্ধিজীবীরা। তৃতীয় দফার নির্বাচনে সন্ত্রাসের অভিযোগে সংশ্লিষ্ট এলাকায় ফের ভোটের দাবি জানান তাঁরা। বিকাশরঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মালিনী ভট্টাচার্য, ভারতী মুতসুদ্দি, চন্দন সেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে স্মারকলিপিতে সই করেছেন সোমনাথ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ কুড়ি জন বিশিষ্ট ব্যক্তি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কমিশনেই অভিযোগ জানাল রাজ্য বিজেপি। রাহুল সিনহার নেতৃত্বে বিজেপির চার সদস্যের প্রতিনিধি দল আজ দেখা করে রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশের সঙ্গে। তাঁদের অভিযোগ ছিল, রাজ্যে তৃতীয় দফার ভোটে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের যা ব্যবস্থা নেওয়ার কথা ছিল তার কিছুই প্রায় নেওয়া হয়নি বলে দাবি বিজেপি নেতাদের। এর জেরে তৃতীয় দফার ভোট কার্যত প্রহসনে পরিণত হয় বলে সুধীর কুমার রাকেশকে অভিযোগ করেছে বিজেপি। পরের দু-দফার ভোটে যাতে আগে থেকেই যথাযথ নিরাপত্তার ব্যাবস্থা করা হয় সেজন্য কমিশনে আবেদন জানানো হয়েছে।