Covid 19: গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৩,১১৬, মৃত্যু ৪৭ জনের

দেশে আজ ৫,৫৫৯ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন। মোট রোগমুক্তির সংখ্যা ৪,২৪,৩৭,০৭২ হয়েছে।

Updated By: Mar 13, 2022, 11:12 AM IST
Covid 19: গত ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৩,১১৬, মৃত্যু ৪৭ জনের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রবিবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে ভারতে ৩,১১৬টি নতুন কোভিড -১৯ সংক্রমণের কেস রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ৪৭ জন মারা গেছেন। মোট মৃত্যুর সংখ্যা ৫,১৫,৮৫০ হয়েছে। সক্রিয় সংক্রমণের সংখ্যা হয়েছে ৩৮,০৬৯।

 

২৪ ঘন্টার ব্যবধানে সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ২,৪৯০টি সংক্রমণের ঘটনার সংখ্যার হ্রাস রেকর্ড করা হয়েছে। দেশে আজ ৫,৫৫৯ জন সংক্রমণ থেকে সেরে উঠেছেন। মোট রোগমুক্তির সংখ্যা ৪,২৪,৩৭,০৭২ হয়েছে।

আরও পড়ুন: World Glaucoma Day 2022: আপনার দৃষ্টিশক্তি নীরবে কে চুরি করে নেয় জানেন? সাবধান থাকুন এর নাগাল থেকে

সক্রিয় কেসগুলি মোট কেসলোডের ০.০৯ শতাংশ। যেখানে জাতীয় কোভিড -১৯ রোগমুক্তির হার আরও বেড়ে ৯৮.৭১ শতাংশ হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক।

এছাড়াও, দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান অভিযানের অধীনে এখনও পর্যন্ত দেশে টিকাকরনের ক্রমবর্ধমান ডোজ ১৮০.১৩ কোটি ছাড়িয়ে গেছে। ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে গত ২৪ ঘণ্টায় ৭,৬১,৭৩৭টি পরীক্ষা করা হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.