ট্রায়ালে সফল, ভারতের বাজারে অক্সফোর্ডের টিকা আনতে আবেদন সেরামের
করোনা রুখতে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে বলে মনে করছে সিরাম।
নিজস্ব প্রতিবেদন: কোভিড যুদ্ধ জয়ের পথে ভারত। জরুরিকালীনের জন্য অক্সফোর্ড ভ্যাকসিন আনতে সেরাম ইনস্টিটিউট ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদনপত্র জমা করেছে। এখন দেখার পালা সরকার এর ছাড়পত্র দেয় কিনা!
উল্লেখ্য, ব্রিটেনের বাজারে এসে পড়েছে ফাইজারের টিকা। স্থানীয় সূত্রে খবর, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হচ্ছে ব্রিটেনে। এরপরই ভারতের বাজারকে ধরার চেষ্টায় অক্সফোর্ড।
অক্সফোর্ড ভ্যাকসিনকে ভারতে বাজারে প্রবেশ করানোর জন্য ইতিমধ্যে অনুমতি চাওয়া হয়েছে।
Serum Institute of India applies to Drugs Controller General of India (DCGI) for emergency use authorisation for its Covishield vaccine: Sources#COVID19 pic.twitter.com/bWEwarryd3
— ANI (@ANI) December 7, 2020
অন্যদিকে,অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনকার তৈরি করোনার সম্ভাব্য টিকা বাজারে আনতে চায় সেরামও। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে সেরাম ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেছে।
প্রসঙ্গত, ভারতে এখন অক্সফোর্ড টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। ট্রায়ালের ফলাফল সঠিক পথেই রয়েছে বলে জানা গিয়েছে। জাতীয় স্তরের এক সংবাদ সংস্থায় প্রকাশিত তথ্য অনুযায়ী, এই করোনা ভ্যাকসিন সুরক্ষিত এবং সহনশীল। করোনা রুখতে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে বলে মনে করছে সিরাম।