West Bengal Covid-19 Update: করোনা সংক্রমণে রাজ্যে সর্বকালীন রেকর্ড, একদিনে ২৪ হাজারের বেশি আক্রান্ত

দৈনিক আক্রান্তের সংখ্যায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়কে ছাপিয়ে গেল রবিবার

Updated By: Jan 9, 2022, 07:49 PM IST
West Bengal Covid-19 Update: করোনা সংক্রমণে রাজ্যে সর্বকালীন রেকর্ড, একদিনে ২৪ হাজারের বেশি আক্রান্ত

নিজস্ব প্রতিবেদন: করোনা (Corona) সংক্রমণে রাজ্যে রেকর্ড। করোনা (Corona) আক্রান্তের সংখ্যায় প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের রেকর্ড ছাপিয়ে গেল রবিবার। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (Corona) পরীক্ষা হয়েছে ৭১ হাজার ৬৬৪টি। যার মধ্যে ২৪ হাজার ২৮৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। শনিবার সংখ্যাটা ছিল ১৮ হাজার ৮০২ জন। করোনার (Corona) প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময়ও সংক্রমণ ২০ হাজারের গণ্ডি পেরিয়েছে। তবে এই প্রথম ২৪ হাজারের সীমা পেরল। রাজ্যে পজিটিভিটি রেটও ঊর্ধ্বমুখী। শনিবার যা ছিল ২৯.৬০ শতাংশ। সূত্রের খবর, রবিবার এক লাফে তা বেড়ে হয়েছে ৩৩.৮৯ শতাংশ। স্বাস্থ্য দফতরের সূত্রে বলছে, জেলার মধ্যে পজিটিভিটি রেটে শীর্ষে কলকাতা। শহরে সংক্রমণের হার ৪১.৯৩ শতাংশ।  এরপরই রয়েছে বীরভূম, হাওড়া, হুগলী এবং পশ্চিম বর্ধমান। সেখানে সংক্রণের হার যথাক্রমে ৩৯.৭২, ৩৯.৬১, ৩৮.০১ এবং ৩৫.২৬। 

গত ২৪ ঘণ্টায় দেশেও করোনা (Corona) আক্রান্তের সংখ্য়া বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) তথ্য বলছে, একদিনে দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪০ হাজার ৮৬৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৬১১। দেশে পজিটিভিটি রেট ১০.২১ শতাংশ। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত। ৪১ হাজার ৪৩৪ মানুষ আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে ২০ হাজার ১৮১ আক্রান্ত। 

আরও পড়ুন: New Corona Virus Variant Deltacron: ডেল্টা ও ওমিক্রনের শক্তিতে বলীয়ান! করোনার নয়া প্রজাতি 'ডেল্টাক্রন'

আরও পড়ুন: বিশ্বে প্রথম! Booster হিসেবে ইজরায়েলে কোভিডটিকার 'ফোর্থ ডোজ'!

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App   

.