AstraZeneca-র সঙ্গে নেওয়া যেতে পারে ফাইজারের টিকাও,কার্যকারিতা বেশি,বলছে গবেষণা

গবেষণাটি করেছে স্পেনের একটি সংস্থা।

Updated By: May 18, 2021, 08:52 PM IST
AstraZeneca-র সঙ্গে নেওয়া যেতে পারে ফাইজারের টিকাও,কার্যকারিতা বেশি,বলছে গবেষণা

নিজস্ব প্রতিবেদন: অ্যাস্ট্রাজেনেকা টিকার (AstraZeneca vaccine) প্রথম ডোজ নিয়েছেন এমন ব্যক্তির শরীরে ফাইজারের টিকা (Pfizer Vaccine) প্রয়োগ সুরক্ষিত এবং অনেক বেশি কার্যকর। এমনই দাবি করেছে স্পেনের গবেষণা সংস্থা Carlos III Health Institute।

আরও পড়ুন: বেলঘাটায় সিসিইউ-তে অক্সিজেনের তারতম্যে 'নাভিশ্বাস' রোগীদের

জানা গিয়েছে, মঙ্গলবার প্রকাশিত গবেষণা রিপোর্টে সংস্থাটি দাবি করেছে, অ্যাস্ট্রাজেনেকার (AstraZeneca vaccine) প্রথম ডোজ নেওয়ার পর কোনও ব্যক্তি ফাইজারের টিকা (Pfizer Vaccine) নিলে, তাতে কোনও ক্ষতি নেই। বরং তা অনেক বেশি সুরক্ষিত এবং কার্যকর। এতে শরীরে অ্যান্টিবডি তৈরির হারও দ্রুত বাড়ে। এই সমীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭০ জন, যাঁরা ইতিমধ্যে অ্যাস্ট্রাজেনেকা টিকার (AstraZeneca vaccine) প্রথম ডোজ নিয়েছেন। তবে তাঁদের মধ্যে শুধু ৪৫০ জনকেই ফাইজারের টিকা (Pfizer Vaccine) দেওয়া হয়। ওই গবেষণার অন্যতম সদস্য ডাক্তার ম্যাগদালেনা ক্যাম্পিন জানান, মাত্র ১.৭ শতাংশ অংশগ্রহণকারীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। তাঁদের কারও মাথা ব্যথা, কারও পেশিতে টানের মতো সমস্যা হয়েছে।

আরও পড়ুন: কোভিশিল্ড নেওয়ার পর রক্ত জমাট বাঁধলে লক্ষণগুলি কী কী? জানাল স্বাস্থ্যমন্ত্রক

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে করোনার একাধিক টিকা বেরিয়েছে। তবে, একজনের শরীরে বিভিন্ন টিকা ব্যবহার করা যায় কিনা, সেনিয়ে এখনও ধন্দ রয়েছে। এই ধন্দ কাটাতেই এবার গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। 

.