আগামী ১০ বছরেই পৃথিবী থেকে হারিয়ে যাবে কলা!

পৃথিবী থেকে হারিয়ে যাবে কলা। গবেষকদের দাবি আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই পৃথিবী থেকে লুপ্ত হবে বিশ্বের ৫ প্রধান আহারের একটি, কলা। কিন্তু, কেন এমনটা হবে? বিজ্ঞানীদের দাবি কলা এমন রোগে আক্রান্ত যে রোগে 'অপমৃত্যু' হবে কলার। বিশ্বের সব কলারাই আক্রান্ত একটি ছত্রাকজনিত রোগে। আর এই বিষয়েই চিন্তিত বিজ্ঞানীরা। 

Updated By: Aug 18, 2016, 12:56 PM IST
আগামী ১০ বছরেই পৃথিবী থেকে হারিয়ে যাবে কলা!

ওয়েব ডেস্ক: পৃথিবী থেকে হারিয়ে যাবে কলা। গবেষকদের দাবি আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই পৃথিবী থেকে লুপ্ত হবে বিশ্বের ৫ প্রধান আহারের একটি, কলা। কিন্তু, কেন এমনটা হবে? বিজ্ঞানীদের দাবি কলা এমন রোগে আক্রান্ত যে রোগে 'অপমৃত্যু' হবে কলার। বিশ্বের সব কলারাই আক্রান্ত একটি ছত্রাকজনিত রোগে। আর এই বিষয়েই চিন্তিত বিজ্ঞানীরা। 

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কলার ওপর হওয়া এই মরণ রোগের কারণ বিশ্লেষণ করতে শুরু করেছেন। ছত্রাকজনিত রোগে আক্রান্ত হওয়ার কারণেই কলা চাষ কমতে শুরু করেছে। আর যেভাবে এই ছত্রাক ছড়িয়ে পড়ছে তাতে আগামী দিনে কলা চাষ বন্ধ হয়ে যাবে বলেই দাবি মার্কিন গবেষকদের। 

.