এইচ আই ভি প্রতিরোধক যন্ত্র তৈরিতে বিল গেটসের বিনিয়োগ

ঠিক দেশলাই কাঠির মতো দেখতে একটা যন্ত্র যা থাকবে মানুষের ত্বকের ঠিক নিচে আর HIV সংক্রমণ যাতে না হয় সেজন্য ক্রমাগত ওষুধ নির্গত করতে থাকবে। হ্যাঁ, এমনই একটা যন্ত্র এবং সামগ্রিকভাবে HIV রোগের প্রতিকার সাধনের জন্য একটা প্রকল্পে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে বিল ও মেলিন্ডা গেটসের 'গেটস ফাউন্ডেশন'।

Updated By: Jan 1, 2017, 04:41 PM IST
এইচ আই ভি প্রতিরোধক যন্ত্র তৈরিতে বিল গেটসের বিনিয়োগ

ওয়েব ডেস্ক: ঠিক দেশলাই কাঠির মতো দেখতে একটা যন্ত্র যা থাকবে মানুষের ত্বকের ঠিক নিচে আর HIV সংক্রমণ যাতে না হয় সেজন্য ক্রমাগত ওষুধ নির্গত করতে থাকবে। হ্যাঁ, এমনই একটা যন্ত্র এবং সামগ্রিকভাবে HIV রোগের প্রতিকার সাধনের জন্য একটা প্রকল্পে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে বিল ও মেলিন্ডা গেটসের 'গেটস ফাউন্ডেশন'।

আরও পড়ুন- ছালসমেত মুরগিই শরীরের জন্য উপকারী

দেশলাই কাঠির মাপের ও আকৃতির এই যন্ত্রটিতে এক বছরের জন্য ওষুধ ভরে দেওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা। এই প্রকল্পটি যদি সফল হয় তাহলে তা যে এক যুগান্তকারী ঘটনা ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমান বিশ্বে HIV রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে এই প্রকল্প সফল হলে নতুন দিশা দেখবে চিকিত্সা দুনিয়া।

আরও পড়ুন, সাইলেন্ট কিলার আজিনামোটো! ডেকে আনতে পারে যে ভয়াবহ পরিণতি

.