ক্যান্সার চিকিত্‍সায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোর

ক্যান্সার চিকিত্‍সার গোড়ার কথা হল শুরুতেই রোগ নির্ণয়। এগিয়ে এসেছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। চালু হচ্ছে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোর।   

Updated By: Nov 27, 2015, 09:51 AM IST
ক্যান্সার চিকিত্‍সায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোর

ওয়েব ডেস্ক: ক্যান্সার চিকিত্‍সার গোড়ার কথা হল শুরুতেই রোগ নির্ণয়। এগিয়ে এসেছে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ। চালু হচ্ছে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোর।   
এই মুহূর্তে দেশে ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ন-লাখ ছিয়াশি হাজার। পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা প্রায় ছিয়াশি হাজার। প্রতি বছর সারা দেশে ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ছ-লাখ সাতান্ন হাজার মানুষ। এ রাজ্যে সেই সংখ্যাটা প্রায় পঞ্চাশ হাজার।
শুরুতে ধরা পড়লে ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু, বহু ক্ষেত্রেই তা হয় না। রোগী যখন ডাক্তারের কাছে আসেন তখন অনেক দেরি হয়ে যায়। গোড়াতেই ক্যান্সার চিনতে মাসখানেকের মধ্যে নীলরতন সরকার মেডিক্যাল কলেজে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোর চালু হচ্ছে।
কলকাতায় মহিলাদের ক্ষেত্রে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতা সবচেয়ে বেশি। পুরুষদের ক্ষেত্রে বেশি মুখ ও ফুসফুসের ক্যান্সার। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে প্রিভেন্টিভ অঙ্কোলজির আউটডোরে স্ত্রীরোগ, দন্তরোগ, চেস্ট ফিজিশিয়ানদের মতো একাধিক বিশেষজ্ঞ চিকিত্‍সক থাকবেন।
ক্যান্সার হয়েছে কিনা তা নিশ্চিত করতে আউটডোরে থাকবেন প্যাথোলজি ও বায়োকেমিস্ট্রি বিশেষজ্ঞরাও। থাকছে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের ব্যবস্থাও।
প্রাথমিকভাবে, ডাক্তাররা রেফার করলে এনআরএসের প্রিভেন্টিভ অঙ্কোলজি বিভাগে রোগীর স্ক্রিনিং হবে। পরে, ক্যান্সার নির্ণয়ে বড় কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছে এসআরএস কর্তৃপক্ষ।

.