Coronavirus: দেশে ফের নিম্নমুখী কোভিড গ্রাফ, স্বস্তি বাড়িয়ে কমছে পজিটিভিটি রেট
এবার স্বস্তি বৃদ্ধি করে অনেকটাই কমল সংক্রমণ।
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিনে কোভিড আক্রান্তের রেকর্ড তৈরি হয়েছিল দেশে। চোখের পলকে সংক্রমণ বৃদ্ধি পেয়েছিল গত কয়েক সপ্তাহে। তবে এবার স্বস্তি বৃদ্ধি করে অনেকটাই কমল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কমল দেশের করোনার পজিটিভিটি রেটও। যদিও অন্যান্য রাজ্যের তুলনায় এখনও মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু ও কর্ণাটক সংক্রমণের হার বেশি বলে জানা যাচ্ছে পরিসংখ্যান থেকে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে সেই বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৮ হাজার ১৮ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩১০ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৭৬১ জন। এদিকে, ভারতে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৮৯১। গতকালের তুলনায় দেশে ওমিক্রন বৃদ্ধির হার ৮.৩১ শতাংশ বেশি।
তবে দেশে নিম্নমুখী পজিটিভিটি রেট। একলাফে কোভিডে সক্রিয় রোগীর হার কমে ১৪.৪৩ শতাংশ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিনঅনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৭ লক্ষ ৩৬ হাজার ৬২৮ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৩ লক্ষ ৯৪ হাজার ৮৮২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা মুক্তের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ৪২১ জন।
আরও পড়ুন, RNA Vaccine: ওমিক্রন ঠেকাতে পারবে ভারতে তৈরি এই RNA ভ্যাকসিন! শীঘ্রই ট্রায়াল শুরু
অন্যদিকে, রাজ্যে দৈনিক সংক্রমণও নামল ১০ হাজারের নিচে। কলকাতায় আক্রান্তের সংখ্যা ২ হাজারের কম। মৃত্য়ু হল ৩৩ জনের। পজিটিভি রেট ২৬.৪৩ শতাংশ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ৯ হাজার ৩৮৫ জন। কলকাতায় আক্রান্ত ১ হাজার ৮৭৯ জন। ১ হাজার ৮৬৩ নতুন করে সংক্রমিত হলেন উত্তর ২৪ পরগনায়।
রবিবারই হাওড়া ও হুগলি দৈনিক আক্রান্ত হাজারের নীচে নেমেছিল। রবিবার দক্ষিণ ২৪ পরগনাতেও নামল হাজারের নীচে। ওই তিন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৪৭৯ জন, ৫৫২ জন এবং ৪০৩ জন। আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে দুই বর্ধমান ও দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। পরিস্থিতির তুলনামূলকভাবে উন্নতি হল উত্তরবঙ্গেও।