Coronavirus: ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে বাড়ল মৃত্যু, দৈনিক আক্রান্ত ৯ হাজার ছুঁইছুঁই

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

Updated By: Dec 5, 2021, 12:46 PM IST
Coronavirus: ওমিক্রন আতঙ্কের মাঝে দেশে বাড়ল মৃত্যু, দৈনিক আক্রান্ত ৯ হাজার ছুঁইছুঁই
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ভারতে ওমিক্রন নিয়ে চিন্তা বাড়ছে। প্রতিদিনই এক-দুজন করে ওমিক্রন আক্রান্তের খবর আসছে। রবিবার দিল্লিতে আরও একজনের দেহে মিলেছে করোনার ওমিক্রন প্রজাতি৷ এরই মধ্যে করোনায় দৈনিক সংক্রমণ প্রায় ৯ হাজারের কাছাকাছি রইল। রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

তবে মৃত্যু বেড়েছে অনেকটাই। এদিকে, বিহার এবং কেরল, এই দুই রাজ্য কোভিডে মৃত্যুর তথ্য ঠিক করায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা এক ধাক্কায় বেড়ে হল ২ হাজার ৭৯৬।  এখনও পর্যন্ত দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জন। গত কয়েকদিনে ওড়িশা, কর্ণাটক, কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির কয়েকটি জেলায় বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। 

এদিকে, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী রয়েছে ৯৯ হাজার ১৫৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৬০ হাজার ৭৭৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৯১৮ জন। দেশে এখনও পর্যন্ত ১২৭ কোটি ৬১ লক্ষ ৮৩ হাজার ৬৫টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।

এদিকে, শনিবার রাজ্যে ফের ঊর্ধ্বমুখী হয়েছে সংক্রমণ। সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। কারণ রাজ্যের নিরিখে করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি কলকাতায়। তালিকায় তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬২১ জন। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ১৮ হাজার ৬৩৭।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.