দেশে বাড়ল সুস্থতার হার, ৪০ হাজারের নীচে নামল দৈনিক সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন।
নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমেছে অনেকটা। বর্তমানে দেশে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৪ লক্ষ ৫০ হাজার ৮৯৯ জন।
অনেকটাই বেড়েছে সুস্থতার হার। দেশে সুস্থতার হার এখন ৯৭.২২ শতাংশ। কোভিডকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। রবিবার করোনায় প্রাণ গিয়েছে ৭২৪ জনের। এদিকে এরই মধ্যে কেরলে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার সঙ্গে দেখা গিয়েছে জিকা ভাইরাসের প্রকোপ।
আরও পড়ুন, 'মোটেই কমছে না অতিমারির গতি,' চারটি কারণ দেখিয়ে ব্যাখ্যা WHO এর
এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৭৪ হাজার ৩৭৬ জন। মোট করোনাজয়ীর সংখ্যা ৩ কোটি ১৪ হাজার ৭১৩ জন। সুস্থতার হার ৯৭.২২ শতাংশ। করোনার জেরে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৮ হাজার ৭৬৪ জনের।
অন্যদিকে করোনা টিকাকরণের গতিও ধীর হতে শুরু করেছে। একাধিক রাজ্যে করোনার টিকাকরণ ফের থমকে গিয়েছে। জুলাইতে এক কোটি টিকাকরণের সিদ্ধান্ত নিলেও তা এখনও লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি। দেশে টিকাকরণ (প্রথম ডোজ) হয়েছে ৩৭ কোটি ৭৩ লক্ষ ৫২ হাজার ৫০১ জনের।