মূলপর্বের টিকাকরণের আগে চার রাজ্যে টিকার ট্রায়াল

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর 'ড্রাই রান' চলবে

Updated By: Dec 26, 2020, 07:49 PM IST
মূলপর্বের টিকাকরণের আগে চার রাজ্যে টিকার ট্রায়াল

নিজস্ব প্রতিবেদন: মোটামুটি ভাবে আগামী মাসেই দেশ জুড়ে শুরু হয়ে যেতে পারে করোনার টিকাকরণ কর্মসূচি। তবে এর আগে দেশের চার প্রান্তের চারটি রাজ্যকে টিকাকরণ পর্বের মহড়ার জন্য বেছে নিল কেন্দ্র।

জানা গিয়েছে, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ওই চার রাজ্যে এই 'ড্রাই রান' চলবে। পঞ্জাব, গুজরাট, অসম ও অন্ধ্রপ্রদেশের দু'টি করে জেলাকে বেছে নেওয়া হয়েছে। মূল টিকাকরণের প্রস্তুতি কত দূর এগিয়েছে, সেটা দেখাই এই মহড়ার লক্ষ্য। 

টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন, অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড-- ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রান এই কর্মসূচির লক্ষ্য।

Also Read: প্রতি মাসেই ২ বার করে পাল্টাচ্ছে Coronavirus, নতুন Strain নিয়ে আতঙ্কের কিছু নেই : AIIMS প্রধান

.