চাঞ্চল্যকর তথ্য! করোনার জন্যই ভারতে টিবির বলি হতে পারেন প্রায় ৯৫ হাজার জন

 ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার মানুষের প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে।

Updated By: Jun 26, 2020, 03:55 PM IST
চাঞ্চল্যকর তথ্য! করোনার জন্যই ভারতে টিবির বলি হতে পারেন প্রায় ৯৫ হাজার জন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ইউরোপিয়ান রেসপিরাটোরি জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী বিশেষজ্ঞরা বলছেন ভারতে ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে টিবি রোগে। হ্যাঁ করোনা নয় টিবি। কিন্তু কেন?
দিন দিন দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তার দরুণ অধিক হাসপাতালে করোনা রোগীই বেশি। ফলে ব্যাহত হচ্ছে টিবির পরীক্ষা ও পর্যালোচনা। এর ফলেই প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই জার্নালে।
তবে শুধু ভারত নয়, টিবির এই ভয়াবহতা দেখতে মিলতে পারে চিন ও দক্ষিণ আফ্রিকাতেও। এমনও জানানো হয়েছে ওই জার্নালে।

আরও পড়ুন: করোনা আবহেই সালমোনেলা আতঙ্ক! ৮৬ জন আক্রান্ত, বেশি ভয় শিশুদের

সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যদিও টিবির সংক্রমণ দ্রুত ছড়াতে পারবে না তাও ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে ১ লক্ষ ১০ হাজার মানুষের প্রাণ হারানোর সম্ভাবনা রয়েছে। চিনে ১৩ হাজার, দক্ষিণ আফ্রিকায় ৬ হাজার ও ভারতের ৯৫ হাজার মানুষ টিবির কবলে প্রাণ হারাতে পারেন। পরিস্থিতি খারাপ হলে মৃত্যুর সংখ্যা ২ লক্ষও ছুঁতে পারে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয় ও লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের যৌথ গবেষণা এ-ও বলছে সারা বিশ্বের মোট টিবির ৪০ শতাংশই হতে পারে এই তিন দেশে।

.