Covid New Variant: চিনে হু হু করে বাড়ছে করোনা; বিপদের আশঙ্কায় কেন্দ্র, ফের বন্ধ হতে চলেছে স্কুল-কলেজ?
আইএমএর তরফে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, ২০২১ সালের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রককে এখনই উদ্যোগ নিয়ে আপাতকালীন ওষুধ, অক্সিজেন, মাস্ক, স্যানিটাইজার, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাখতে হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনে ফের বড়সড় আকার নিয়ে ছড়াতে শুরু করেছে করোনা। কোনও কোনও সংবাদমাধ্যমের খবর, চিনে রোজ প্রায় দশ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন করোনার নতুন ভ্যারিয়্য়ান্টে। এনিয়ে সতর্ক কেন্দ্র। বৃহস্পতিবার সংসদে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় বলেন, একাধিক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা। পরিস্থিতির উপরে নজর রাখছে কেন্দ্র। আপাতত রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে মানুষ যাতে স্য়ানিটাইজার ও মাস্ক ব্যবহার করে তার জন্য উত্সাহ দিতে। প্রায় একই কথা বলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। এরকম পরিস্থিতিতে কী হবে স্কুল ও কলেজের? আবার কি বন্ধ করে দেওয়া হবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি?
আরও পড়ুন-শাহরুখের কলকাতার বাজেট সব চেয়ে কম! কার হাতে এখন কত টাকা আছে?
বর্তমানে ভারতে রোজ করোনা আক্রান্ত হচ্ছেন ১৪৫ জন। এর মধ্য়ে Omicron BF.7-এ আক্রান্ত গড়ে ৪ জন। মনে রাখতে হবে করোনার এই ভ্যারিয়্যান্টটি অত্যন্ত সংক্রমক। এর পাশাপাশি বিভিন্ন দেশ মিলিয়ে রোজ ৫.৩৭ লাখ মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তাকে দেশের স্কুল-কলেজগুলি এখনই বন্ধ না হলেও ফিরতে চলেছে কড়া বিধিনিষেধ। এনিয়ে এখনও কিছু বলেনি কেন্দ্র। তবে স্কুলে স্যানিটাইজার, মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। একইসঙ্গে শিক্ষক ও অন্যান্য কর্মীদের টিকা নেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, পজিটিভ কেসের ক্ষেত্রে জেনোম সিকোয়েন্স করতে হবে। টেস্টের সংখ্যা বাড়াতে হবে। কনট্যাক্ট ট্রেসিং করতে হবে। আইএমএর তরফে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, ২০২১ সালের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রককে এখনই উদ্যোগ নিয়ে আপাতকালীন ওষুধ, অক্সিজেন, মাস্ক, স্যানিটাইজার, অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাখতে হবে।