Covid Update: ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর গ্রাফ, কেরলকে নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন।  

Updated By: Aug 27, 2021, 10:26 AM IST
Covid Update: ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর গ্রাফ, কেরলকে নিয়ে চিন্তা রয়েই যাচ্ছে

নিজস্ব প্রতিবেদন: একদিকে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অন্যদিকে আতঙ্ক বাড়াচ্ছে কেরলের করোনা পরিস্থিতি। প্রায় প্রতিদিনই ঊর্ধ্বমুখী গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) শুক্রবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের করোনায় আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৬৫৮ জন। শুধুমাত্র কেরলেই বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৭ জন। 

শুক্রবারের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে মৃত্যু হয়েছে ৪৯৬ জনের। বৃহস্পতিবার কেরলে মৃতের সংখ্যা ছিল ১৬২ জন। তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২ হাজার ৯৮৮ জন।  

আরও পড়ুন: Covid-19: কলকাতায় ফের মাথাচাড়া কোভিডের! ১০০ পার দৈনিক আক্রান্ত

আরও পড়ুন: Covid-19: উৎসবের পর কেরলে এক দিনে আক্রান্ত ৩১ হাজার পার, BJP-র নিশানায় Vijayan

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন। সক্রিয় রোগীর সংখ্য়া ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯জন। আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ৭৯ লক্ষ ৪৮ হাজার ৪৩৯ জন। এখনও পর্যন্ত মোট সংখ্যাটা ৬১ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ।

.