রাজ্যে করোনা টিকাকরণের ষষ্ঠ দফাতেও অধরা লক্ষ্যমাত্রা

এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রার ৭১ শতাংশে পৌঁছনো গিয়েছে রাজ্যে

Updated By: Jan 22, 2021, 10:05 PM IST
রাজ্যে করোনা টিকাকরণের ষষ্ঠ দফাতেও অধরা লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাজ্য শেষ হল ষষ্ঠ দফার করোনা টিকাকরণ। তবে এই দফাতেও অধরা লক্ষ্যমাত্র।

এদিনে রাজ্যের ৩৫১টি জায়গায় দেওয়া হয় করোনার টিকা(Covid Vaccine)। লক্ষ্যমাত্রা ছিল ৩৫,১০০ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া। কিন্তু শেষপর্যন্ত তা দেওয়া সম্ভব হল ৩০,৫১৭ জনকে। শতকরা হিসেবে তা ৮৭ শতাংশ। 

এদিন দিনভর কখনও কখনও বন্ধ হয়ে যায় করোনার পোর্টাল। ফলে টিকাকরণ নথিভূক্ত করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। এমনটাই জানা গিয়েছে রাজ্য সরকারের তরফে।

আরও পড়ুন-TMC ভেঙে খানখান; দিদির অত্যাচারে দল ছেড়ে ভুল জায়গায় পা দেবেন না, রাজীবদের বার্তা অধীরের

এদিকে, ষষ্ঠ দফায় টিকা পরবর্তি সময়ে অসুস্থ হয়ে যাওয়ার সংখ্যা ১১। এদের অধিকাংশের মধ্যে যন্ত্রণা, ঝিমুনি, মাথা ঘোরার মতো ছোটখাটো সমস্যা দেখা দেয়। রক্তচাপ বেশি থাকায় এক মহিলাকে হাসপাতালে ভর্তি করতে হয়।  এখনও পর্যন্ত রাজ্যে মোট ৮৪,৫০৫ জনকে করোনার টিকা দেওয়া হল। শতকরা হিসেবে এখনও পর্যন্ত লক্ষ্যমাত্রার ৭১ শতাংশে পৌঁছনো গিয়েছে রাজ্যে।

আরও পড়ুন-Exclusive: ' দলে কাজ করতে অসুবিধা হয়েছে', এবার বেসুরো Howrah-র বিদায়ী মেয়র

টিকা পরবর্তি সময়ে যাঁরা অসুস্থ হয়ে পড়েছিলেন তারা সবাই ভালো রয়েছেন।  পিঙ্কি সুর নামে একজনকে এনআরএস(NRS Hospital) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। ওষুধে অ্যালার্জি থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন।  শুক্রবার রাজ্যে এসেছে ১.১৩ লাখ টিকার ডোজ। ওইসব টিকা রাখা হয়েছে বাগবাজারে।

.