Monkeypox In Delhi: এবার রাজধানীতে মাঙ্কিপক্স, ভারতের চতুর্থতম সংক্রমণ
শনিবারই 'হু' মাঙ্কিপক্সকে 'গ্লোবাল পাবলিক হেল্থ ইমার্জেন্সি' ঘোষণা করেছে। তারা তথ্য দিয়ে দেখিয়েছে, বিশ্ব জুড়ে ৭৫টি দেশে ১৭ হাজার মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার রাজধানীতেও মাঙ্কিপক্স, ভারতের চতুর্থতম সংক্রমণ এটি। ভারতে মাঙ্কিপক্স প্রথম ধরা পড়ে কেরালায়। কেরালায় সংক্রমণ ধরা পড়েছিল এমন একজন ব্যক্তির যিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ঘুরে এসেছিলেন। কিন্তু ঘটনাচক্রে রাজধানীতে যাঁর শরীরে মাঙ্কিপক্সের জীবাণু মিলেছে তাঁর সাম্প্রতিক কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। ৩১ বছরের এই রোগীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটি ভারতের চতুর্থতম মাঙ্কিপক্সের সংক্রমণের ঘটনা। আগের তিনটি সংক্রমণই কেরালায় দেখা গিয়েছিল।
শনিবারই 'হু' মাঙ্কিপক্সকে 'গ্লোবাল পাবলিক হেল্থ ইমার্জেন্সি' ঘোষণা করেছে। তারা তথ্য দিয়ে দেখিয়েছে, বিশ্ব জুড়ে ৭৫টি দেশে ১৭ হাজার মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা ঘটেছে। 'হু' প্রধান টেডরস অধানম ঘেব্রেসুস বলেছেন, মাঙ্কিপক্স ইতিমধ্যেই আগামী দিনের আতঙ্ক হিসেবে বড় আকার ধারণ করছে। রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য সংস্থাও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
'হু'-র দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রধান পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, যে-যে জনগোষ্ঠী ইতিমধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত, সেখানে পরিকল্পনামাফিক নিয়ন্ত্রণ-ব্যবস্থা জারি করলে এখন থেকেই মাঙ্কিপক্স বা এ জাতীয় রোগগুলিকে নিয়ন্ত্রণে রাখা যাবে।
আরও পড়ুন: Monkeypox: বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ, স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা হু-র