পানীয় জল থেকে সল্টলেকে ছড়াচ্ছে ডায়রিয়া

পানীয় জল থেকে ছড়াচ্ছে ডায়েরিয়া। তাও আবার খাস সল্টলেকে।  ফাল্গুনী আবাসনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। বাসিন্দাদের অভিযোগ, রোগ ছড়াচ্ছে পানীয় জল থেকে। আজ আবাসনে যান পুরসভার প্রতিনিধিরা। পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সল্টলেকের ২১ নম্বর ওয়ার্ডের ফাল্গুনী আবাসন। তিরিশে অক্টোবর থেকে আবাসনে ছড়াতে শুরু করে ডায়রিয়া। বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তরে। কিন্তু কেন ছড়াল ডায়েরিয়া? আবাসিকদের অভিযোগ, আবাসনে বর্ষার জমা জল সাফাই হয়নি। সেই জমা জল কোনওভাবে পানীয় জলে মিশে দূষণ ছড়াচ্ছে।

Updated By: Nov 4, 2013, 06:36 PM IST

পানীয় জল থেকে ছড়াচ্ছে ডায়েরিয়া। তাও আবার খাস সল্টলেকে।  ফাল্গুনী আবাসনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। বাসিন্দাদের অভিযোগ, রোগ ছড়াচ্ছে পানীয় জল থেকে। আজ আবাসনে যান পুরসভার প্রতিনিধিরা। পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। সল্টলেকের ২১ নম্বর ওয়ার্ডের ফাল্গুনী আবাসন। তিরিশে অক্টোবর থেকে আবাসনে ছড়াতে শুরু করে ডায়রিয়া। বাড়তে বাড়তে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তরে। কিন্তু কেন ছড়াল ডায়েরিয়া? আবাসিকদের অভিযোগ, আবাসনে বর্ষার জমা জল সাফাই হয়নি। সেই জমা জল কোনওভাবে পানীয় জলে মিশে দূষণ ছড়াচ্ছে।
 
আবাসনটির দায়িত্বে রয়েছে  নগর উন্নয়ন দফতর। সোমবার আবাসন পরিদর্শনে যান  বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী এবং এসডিও সঞ্জয় কুমার দত্ত। সঙ্গে ছিলেন সিপিআইএম কাউন্সিলর তপন তালুকদার।
পরীক্ষার জন্য পানীয় জলের নমুনা পাঠানো হয়েছে। অবিলম্বে আবাসনে মেডিক্যাল টিম পাঠানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।
 
 

.