ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় তলপেটের ফ্যাট, দাবি গবেষকদের

Updated By: Sep 15, 2017, 04:45 PM IST
ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় তলপেটের ফ্যাট, দাবি গবেষকদের

ওয়েব ডেস্ক: দেহের আকার ‌যাদের কিছুটা আপেলের মতো তাদের ফুসফুস ও তলপেটে ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বেশি। এমনটাই মনে করছেন গবেষকরা। বিশেষ করে মেয়েদের মধ্যে এই সম্ভাবনা বেশ খানিকটা বেশি।

গবেষকদের মতে দেহে ইনসুলিনের মাত্রা বেড়ে গেল তা বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণে ব্যাঘাত সৃষ্টি করে। এর ফলে দেহের বিভিন্ন অংশে ফ্যাটের পরিমাণ বেড়ে ‌যেতে পারে। ‌যেসব মেয়েদের তলপেটে ফ্যাটের পরিমাণ বেশি তাদের ফুসফুস ও তলপেটে ক্যানসারের সম্ভাবনা অনেকটাই বেশি।  

ডেনমার্কের নরডিক বায়ো সায়েন্সের গবেষক লিন মাকসেকের দাবি, মেনোপজের পর মেয়েদের ক্ষেত্রে দেহের নিম্নাংশে ফ্যাট জমার সম্ভাবনা দেখা দেয়। এর ফলে ক্যানসারের সম্ভাবনাও বেড়ে ‌যায়। ফলে একটু বয়স হলেই মেয়েদের লাইফস্টাইলের দিকে নজর দেওয়া উচিত।

অন্যদিকে, ইতালির গবেষক ডা অন্ড্রেয়া ডি সেনসির দাবি, ক্যানসারের পেছনে ওবেসিটিকে অনেকাংশে দায়ী। তবে এর সঙ্গে ফুসফুসের ক্যানসারের ‌যোগা‌যোগও রয়েছে।

আরও পড়ুন-ফের পাহাড়ে জ্বলল আগুন, মোর্চার বিক্ষোভে অশান্ত কালিম্পং

.