মহামারির আকার নিচ্ছে সোয়াইন ফ্লু, ৩ দিনে মৃত ১০০, মোট ৫৮৫

ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে সোয়াইন ফ্লু। ৩ দিনে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। সারা দেশে মৃতের সংখ্যা ৫৮৫। আক্রান্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষ।

Updated By: Feb 17, 2015, 12:41 PM IST
মহামারির আকার নিচ্ছে সোয়াইন ফ্লু, ৩ দিনে মৃত ১০০, মোট ৫৮৫

ওয়েব ডেস্ক: ক্রমশ ব্যাপক আকার ধারণ করছে সোয়াইন ফ্লু। ৩ দিনে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের। সারা দেশে মৃতের সংখ্যা ৫৮৫। আক্রান্ত প্রায় সাড়ে ৮ হাজার মানুষ।

গত ১২ ফেব্রুয়ারি দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৪৮৫। ১৫ ফেব্রুয়ারি এক লাফ যা বেড়ে দাঁড়ায় ৫৮৫। H1N1 ভাইরাসের সবথেকে ভয়াবহ প্রকোর পড়েছে রাজস্থান(মৃতের সংখ্যা ১৬৫), গুজরাত(মৃতের সংখ্যা ১৪৪), মধ্য প্রদেশ(৭৬) ও মহারাষ্ট্রের(৫৮) মতো রাজ্যগুলিতে। অ্যাসোচেমের রিপোর্ট অনুযায়ী সোয়াইন ফ্লুয়ের প্রকোপে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাজস্থান ও মহারাষ্ট্রের পর্যটন। দুই রাজ্যে ক্ষতির পরিমান সাড়ে ৫ হাজার কোটির ওপর।

আক্রান্ত ও মৃত মানুষদের অনুপাত সবথেকে বেশি পঞ্জাবে। ৬৮ জন আক্রান্তের মধ্যে এর মধ্যেই মৃত্যু হয়েছে ২৫ জনের। দিল্লি ও তামিল নাড়ুতেও সোয়াইন ফ্লু ব্যাপক আকার ধারণ করলেও উন্নত স্বাস্থ্য পরিষেবা ও সচেতনতার কারণে বাড়তে পারেনি মৃতের সংখ্যা।

 

.