Covid Update: স্বস্তি বাড়িয়ে অনেকটাই নিম্নমুখী করোনা গ্রাফ

তবে টিকাকরণের হার কম হওয়ায় চিন্তা বাড়ছে।

Updated By: Aug 3, 2021, 11:28 AM IST
Covid Update: স্বস্তি বাড়িয়ে অনেকটাই নিম্নমুখী করোনা গ্রাফ

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় দেশের করোনা গ্রাফ যথেষ্ট স্বস্তিদায়ক। কারণ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। করোনা মুক্ত হয়েছেন ৩৮ হাজার ৮৮৭ জন। মৃত্যু হয়েছে ৪২২ জনের।

আক্রান্তের হার নিম্নগামী হলেও, চিন্তায় রাখছে টিকাকরণের কম পরিমাণ। সোমবার টিকাকরণ হয়েছিল ৪৭ কোটি ২২ লক্ষ ২৩ হাজার ৬৩৯জনের। আর মঙ্গলবার তা বাড়ল সামান্যই। এদিনের হিসেব বলছে, মোট টিকাপ্রাপকের সংখ্যা  ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪। অর্থাৎ একদিনে টিকা পেয়েছেন ৬১ হাজারের সামান্য বেশি। 

আরও পড়ুন: Delta Plus Variant এর বিরুদ্ধে কার্যকরী Covaxin, নয়া গবেষণায় জানাল ICMR

আরও পড়ুন: Alert! অগাস্টেই আছড়ে পড়তে পারে Corona-র তৃতীয় ঢেউ, পুজোয় হতে পারে ভয়ঙ্কর অবস্থা

দেশে করোনা রোগী সংখ্যা ৩ কোটি ১৭ লক্ষ ২৬হাজার ৫০৭ জন। করোনামুক্ত হয়েছেন ৩ কোটি ৮ লক্ষ ৯৬ হাজার ৩৫৪ জন। মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৫ হাজার ১৯৫ জনের। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ৪ হাজার ৯৫৮ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযারী, রবিবার দেশে করোনায় সংক্রামিত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৪২২ জনের। করোনা মুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৪৬ জন।  

.