Covid Update India: কিছুটা নামল দৈনিক সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৩,৬৮৯
শনিবার ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল দৈনিক করোনা সংক্রমণ
নিজস্ব প্রতিবেদন: শনিবার ৪ লক্ষের গন্ডি পেরিয়েছিল দৈনিক করোনা সংক্রমণ। রবিবার কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৯২ হাজার ৪৮৮ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ৯৫ লক্ষ ৫৭ হাজার ৪৫৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭ হাজার ৮৬৫ জন। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩৩ লক্ষ ৪৯ হাজার ৬৪৪ জন।
আরও পড়ুন: 'সব দায় আমার! একা কিছু করতে পারব না, ক্ষমতাশালীরা হুমকি দিচ্ছেন', লন্ডনে Serum কর্তা
India reports 3,92,488 new #COVID19 cases, 3689 deaths and 3,07,865 discharges in the last 24 hours, as per Union Health Ministry
Total cases: 1,95,57,457
Total recoveries: 1,59,92,271
Death toll: 2,15,542
Active cases: 33,49,644Total vaccination: 15,68,16,031 pic.twitter.com/5xytqvn2K0
— ANI (@ANI) May 2, 2021
দেশজুড়ে করোনার দ্বিতীয় ওয়েভে মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ১৫ হাজার ৫৪২ জন। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লক্ষ ৯২ হাজার ২৭১ জন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে ইতিমধ্যেই ১০টি রাজ্যকে সর্বোচ্চ করোনা সংক্রমণের জন্য লাল তালিকাভুক্ত করেছে। এই রাজ্যগুলি হল মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তর প্রদেশ, কেরালা, রাজস্থান, গুজরাট, ছত্তীসগঢ়, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় গ্রহণযোগ্য পদক্ষেপ সম্পর্কে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। দেশে অক্সিজেন ঘাটতি ও মেডিকেল ব্যবস্থা সম্পর্কেও খতিয়ে দেখবেন তিনি।