লক্ষণ প্রায় মৃগীর মতোই, বিচিত্র এই স্নায়ুরোগের নাম সিউডোসিজার

খিঁচুনি মানেই মৃগী নয়! চিনে নিন এই বিচিত্র স্নায়ুরোগকে...

Edited By: সুদীপ দে | Updated By: Jan 15, 2020, 09:38 AM IST
লক্ষণ প্রায় মৃগীর মতোই, বিচিত্র এই স্নায়ুরোগের নাম সিউডোসিজার

নিজস্ব প্রতিবেদন: অনেক সময়, অনেকের শরীরে খিঁচুনি হতে শুরু করে। আমাদের অনেকেরই ধারণা, খিঁচুনি মানেই তা মৃগীরোগের কারণে। কিন্তু জানেন কি, মৃগীরোগ সব খিঁচুনির জন্য দায়ি না-ও হতে পারে। অর্থাৎ, কারও হঠাৎ করে খিঁচুনি শুরু হল বা মাঝে মধ্যেই কারও শরীরে খিঁচুনির সমস্যা হয় মানেই যে তিনি মৃগীরোগে আক্রান্ত, তা না-ও হতে পারে। মানসিক চাপের ফলে অনেক সময় খিঁচুনির মতো লক্ষণ দেখা দিতে পারে। যাকে চিকিত্সা বিজ্ঞানের পরিভাষায় বলা হয় সিউডোসিজার।

স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, মৃগীর খিঁচুনি থেকে সিউডোসিজার-এর খিঁচুনিকে পৃথক করা বেশ কঠিন। তবে কিছু ক্ষেত্রে রোগের লক্ষণ ও রোগীর খিঁচুনিতে আক্রান্ত হওয়ার ইতিহাস খুঁটিয়ে বিশ্লেষণ করলে সিউডোসিজার-এর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এ বার সিউডোসিজার-এর লক্ষণগুলি চিনে নেওয়া যাক...

১) সিউডোসিজার-এ হাতে, পায়ের খিঁচুনি না হয়ে অনেক সময় পিঠে টান পড়ে মেরুদণ্ড বেঁকে যায় বা নিতম্বের অস্বাভাবিক ঝাঁকুনি (পেলভিক থ্রাস্টিং) হতে থাকে। এ ছাড়াও রোগীর হাত-পায়েও টান পড়ে, যা দেখে প্রত্যক্ষদর্শীরা একে খিঁচুনি বলে ভুল করেন।

২) সিউডোসিজার-এ রোগী সাধারণত পুরোপুরি জ্ঞান হারান না। চারপাশে কী ঘটছে, সে সম্পর্কে সচেতন বা অবগত থাকেন। হাতে, পায়ে স্পর্শ করলে বা খোঁচা দিলে তা অনুভব করতে পারেন।

৩) সিউডোসিজার-এ খিঁচুনির পরবর্তীতে (মৃগীরোগের মতো) স্মৃতি-ভ্রষ্টতা, মাথাব্যথা, মানসিক বিভ্রমের মতো কোনও লক্ষণ দেখা যায় না।

স্নায়ুরোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিউডোসিজার ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে প্রায় তিনগুণ বেশী হতে দেখা যায়। সিউডোসিজারের রোগীদের মধ্যে অনেকেরই বিষণ্ণতা ও উদ্বেগের লক্ষণ দেখা দেয়। কোনও খিঁচুনি সিউডোসিজার-এর জন্য হচ্ছে কিনা তা বোঝার জন্য স্নায়ুরোগ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ভিডিওটেলিমেট্রিসহ ইইজি এবং অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করা জরুরি। চিকিত্সকের পরামর্শ মতো ওষুধ সেবন করতে হতে পারে।

আরও পড়ুন: যথাযথ সতর্কতা আর উপযুক্ত পদ্ধতিতে কাটা পড়া অঙ্গকেও জুড়ে দেওয়া সম্ভব!

স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, শৈশবের কোনও ঘটনার থেকে পাওয়া মারাত্মক মানসিক আঘাত, কোনও বিষয়ে দীর্ঘদিনের কোনও ভয়, আতঙ্ক, শৈশবে যৌন-হয়রানির মতো মারাত্মক অভিজ্ঞতা সিউডোসিজার-এর জন্য দায়ি হতে পারে। তাই এর চিকিত্সায় ওষুধ সেবনের পাশাপাশি প্রয়োজন সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের।

.