১১ বছর পেটে থাকার পর অপারেশন করে বের করা হল বাল্ব
১১ বছর পর পেট কেটে বের করা হল বাল্ব। বর্তমানে ২১ বছর বয়সী যুবক, তাঁর ১০ বছর বয়সে খেলার ছলে গিলে ফেলেছিলেন একটি লাইট বাল্ব। আর তার পর থেকেই জ্বর, গা বমি ভাব সহ শুরু হয় একাধিক উপসর্গ। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেই ওই যুবকের সিটি স্ক্যান করা হয়। স্ক্যানের মাধ্যমে তাঁর পাকস্থলীতে একটি অস্বচ্ছ বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন ডাক্তাররা। আর তারপরেই অপারেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে অপারেশন করে বের করে আনা হয় সেই বাল্ব যা বিগত ১১ বছর ধরে নিজের পাকস্থলীতে বহন করছিলেন যুবক, এমনই দাবি সৌদিআরবের এক দল ডাক্তারের। (আরও পড়ুন- কীভাবে চিনবেন কোনটা নকল ডিম আর কোনটা আসল ডিম? জেনে নিন)
ওয়েব ডেস্ক: ১১ বছর পর পেট কেটে বের করা হল বাল্ব। বর্তমানে ২১ বছর বয়সী যুবক, তাঁর ১০ বছর বয়সে খেলার ছলে গিলে ফেলেছিলেন একটি লাইট বাল্ব। আর তার পর থেকেই জ্বর, গা বমি ভাব সহ শুরু হয় একাধিক উপসর্গ। ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতেই ওই যুবকের সিটি স্ক্যান করা হয়। স্ক্যানের মাধ্যমে তাঁর পাকস্থলীতে একটি অস্বচ্ছ বস্তুর উপস্থিতি লক্ষ্য করেন ডাক্তাররা। আর তারপরেই অপারেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে অপারেশন করে বের করে আনা হয় সেই বাল্ব যা বিগত ১১ বছর ধরে নিজের পাকস্থলীতে বহন করছিলেন যুবক, এমনই দাবি সৌদিআরবের এক দল ডাক্তারের। (আরও পড়ুন- কীভাবে চিনবেন কোনটা নকল ডিম আর কোনটা আসল ডিম? জেনে নিন)
#Saudi doctors find lightbulb in man’s stomach that he swallowed 11 years ago https://t.co/BwTEgivEqE pic.twitter.com/K5B2rZyGXr
— Al Arabiya English (@AlArabiya_Eng) April 1, 2017