নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন ভেজ বা নন-ভেজ ক্যাপসুল!

ওষুধের জগতেও আমিষাসী, নিরামিষাশী বন্টন মোটামুটি পাকা। আর কিছু দিনের মধ্যেই বাজারে চলে আসছে আলাদা ভেজেটেরিয়ান ও নন-ভেজেটেরিয়ান ক্যাপসুল।

Updated By: Jul 24, 2015, 03:02 PM IST
নিজের পছন্দ অনুযায়ী বেছে নিন ভেজ বা নন-ভেজ ক্যাপসুল!

ওয়েব ডেস্ক:ওষুধের জগতেও আমিষাসী, নিরামিষাশী বন্টন মোটামুটি পাকা। আর কিছু দিনের মধ্যেই বাজারে চলে আসছে আলাদা ভেজেটেরিয়ান ও নন-ভেজেটেরিয়ান ক্যাপসুল।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, শনিবার এই নিয়ে আলোচনায় বসছেন বিশেষজ্ঞরা। ওষুধের ক্যাপসুলের সেল (খোলস) জিলাটিন না, সেলুলোজ কী দিয়ে তৈরী হবে ঠিক হবে সেটাই।

বিজ্ঞানীদের কমিটি ড্রাগ কন্ট্রোলার জেনেরল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-কে পরামর্শ দিয়েছে এই সিদ্ধান্ত যেন ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর উপর ছেড়ে দেওয়া হয়।

ইন্ডিয়ান ফার্মাকোপোইয়া কমিশনের মধ্যে ক্যাপসুলের সেলুলোজ খোলসকে অন্তর্ভুক্ত করা হবে কিনা আলোচনা হবে তা নিয়েও।

সেলুলোজের উৎস উদ্ভিদ এবং জেলাটিনের উৎস প্রাণীদের যোগ কলা, ত্বক, হাড়।

সেলুলোজ ক্যাপসুল বাজারে আনতে গেলে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স বিলে নয়া অ্যামেন্ডমেন্ট আনা আবশ্যক।

 

.