মিল্কশেকে দুধ-কলা একসঙ্গে খেলেই বিপদ!

বিশেষজ্ঞদের মতে, এই ব্যানানা মিল্কশেকটি যতই পুষ্টিকর হোক না কেন কলা আর দুধ নাকি একসঙ্গে স্বাস্থ্যের জন্য জন্য বিপজ্জনক হতে পারে। 

Edited By: সুদীপ দে | Updated By: Feb 23, 2020, 04:20 PM IST
মিল্কশেকে দুধ-কলা একসঙ্গে খেলেই বিপদ!

নিজস্ব প্রতিবেদন: ছোটদের খাবার নিয়ে থাকে নিত্য় নতুন ঝামেলা। আজ এটা খাব তো কাল সেটা খাবো না। তাই বাচ্চাদের পছন্দের খাবার মিল্কশেক তাদের দিলে খুব খুশি হয়ে তারা। আর সেটা যদি হয়ে ব্যানানা মিল্কশেক হলে তো কোনও কথাই নেই!

কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ব্যানানা মিল্কশেকটি যতই পুষ্টিকর হোক না কেন কলা আর দুধ নাকি একসঙ্গে স্বাস্থ্যের জন্য জন্য বিপজ্জনক হতে পারে।

কলা ও দুধ এক সঙ্গে খেলে নাকি খাবারটি সহজে হজম হয়ে না।

এছাড়াও যদি আপনি আপনার বাচ্চাকে প্রতিদিন ব্যানানা মিল্কশেক দেন তাহলে সাইনাস ও সর্দি-কাশির মতো সমস্য়া দেখা দিতে পারে।

আরও পড়ুন: গর্ভস্থ শিশুর সুরক্ষায় অবশ্যই এড়িয়ে চলুন এই খাবারগুলি

দুধ ও কলা শরীর ঠান্ডা করে। তাই এর ফলে শরীরে কফের প্রভাব পরে।

যাদের শ্বাস কস্টের সমস্যা আছে তারা এই মিল্কশেকটি থেকে দূরে থাকুন।

গর্ভবতী মহিলারা কখনোই ব্যানানা মিল্কশেকটি খাবেন না। কারণ এই সময় ব্যানানা মিল্কশেক খেলে শরীরে টক্সিনের পরিমাণ বেড়ে যায়।

.