মাইগ্রেনের ব্যাথা দূর করতে পুদিনা পাতা মোক্ষম দাওয়াই!

Updated By: Oct 30, 2017, 10:22 PM IST
মাইগ্রেনের ব্যাথা দূর করতে পুদিনা পাতা মোক্ষম দাওয়াই!

নিজস্ব প্রতিনিধি: হজমশক্তি ঠিকঠাক রাখতে কিংবা অতিরিক্ত খেয়ে ফেললে পুদিনা ‌যেন মহাষৌধির কাজ করে। কিন্তু জানেন কি, পুদিনা পাতা আমাদের মাইগ্রেনের ব্যাথাও কমায়? 

জেনে নিন পুদিনা পাতার গুণাগুন

  • মাথা যন্ত্রণা , মাইগ্রেন –এর সমস্যা থেকেও আমাদের মুক্তি দেয়।
  • কফ, সর্দি, কাশি, ঠান্ডা লাগা থেকে রক্ষা করে পুদিনা পাতা।
  • প্রচুর পরিমানে ক্যালশিয়াম , ফসফরাস , ভিটামিন সি, ডি, ই থাকায় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • যাঁদের অ্যাকনের সমস্যা রয়েছে, তাঁদের জন্য পুদিনা পাতা খুবই উপকারী। ত্বককে সুস্থ রাখতে পুদিনা পাতার জুড়ি মেলা ভার।

 

.