চুল-ত্বক-নখ থেকে রঙ ছাড়ানোর সহজ ঘরোয়া উপায়
বসন্তের রঙ মনে লেগে থাকুক চিরকাল। কিন্তু মুখের ওপর লাল, নীল, হলুদ নিয়ে কতদিন চলবেন? নখের ভিতরেও জমে রঙ, চুল ভেজালেই রঙিন হচ্ছে সাদা জামাকাপড়। যেমন ছিলেন তেমন হতে ঘরোয়া টিপস শুধুমাত্র চুল, ত্বক, নখের জন্য।
চুলের জন্য
দুই চা-চমচ কাস্টর তেল, এক চা-চামচ অ্যাপেল সাইডার ও ভিনিগার, সঙ্গে গ্লিসারিন মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। ভালো করে স্কাল্পে সেই মিশ্রণ লাগিয়ে ৫ মিনিট পর্যন্ত লাইট ম্যাসেজ করুন। 'ভেজা নয়', শুকনো টাওয়াল দিয়ে অন্তত আধ ঘণ্টা মাথাটাকে ভাল করে জড়িয়ে রাখুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
স্কিন কেয়ার
পাকা পেঁপে থেকে পরিমাণ মত পেঁপে নিন। ৪ চা-চামচ ময়দা, এক চা-চামচ লেবুর রস, নারকেল তেল আর দু চা-চামচ দই দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। মুখে ও শরীরে ওই মিশ্রণ মেখে নিন। তারপর আসতে আসতে মুখ ও শরীর ধুয়ে নিন। মুখে বেশি করে জল অবশ্যই দেবেন।
নখের যত্ন
প্রথমেই ঠাণ্ডা জলে নখ ধুয়ে ফেলুন। এরপর দুই চা-চামচ অ্যালমন্ড ও ভিনিগার অথবা লেবুর রস দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। তারপর তা নখে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর নখ ধুয়ে ফেলুন।