ডেঙ্গি মোকাবিলায় রামদেবের আয়ুর্বেদ টোটকা

Updated By: Sep 18, 2015, 05:56 PM IST
ডেঙ্গি মোকাবিলায় রামদেবের আয়ুর্বেদ টোটকা

ডেঙ্গিতে আক্রান্ত রাজধানী। রোজই বাড়ছে রোগের প্রকোপ। ওষুধের প্রভাবে রোগমুক্তি ঘটলেও কাহিল হয়ে পড়ছেন রোগীরা। ডেঙ্গির মোকাবিলায় তাই আয়ুর্বেদের ওপর ভরসা রাখতে বললেন বাবা রামদেব।

দিল্লিতে ডেঙ্গি পরিস্থিতির ক্রমশ অবনতি নিয়ে একটি সম্মেলনে রামদেব বলেন এমন অনেক খাবার বা হার্বাল বস্তু রয়েছে যার প্রভাবে অনুচক্রিকার(প্লেটলেটস) সংখ্যা বাড়ে। ঘৃতকুমারী(অ্যালো ভেরা) যেমন রক্তে অনুচক্রিকার সংখ্যা বাড়াতে পারে, তেমনই পেঁপে বা বেদানা জাতীয় ফল খেলেও একই উপকার পাওয়া যাবে। এছাড়াও হার্বাল ওষুধের প্রভাবে শরীরের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক গুণ বেড়ে যায়। তবে ওষুধ যদি না পাওয়া যায়, তাহলে গরুর বা ছাগলের দুধ খেলেও উপকার পাবেন রোগীরা।

ওয়েব ডেস্ক: রামদেবের বক্তব্য সমর্থন করেছেন শ্রীলঙ্কার চিকিত্সকরা। ডাক্তার সনত্ হেটিগের মতে, পেঁপে গাছের কচি পাতার রস খেলে রক্তে অনুচক্রিকার মাত্রা বাড়ে। পেঁপে পাতার মধ্যে থাকা কাইমোপ্যাপাইন ও প্যাপাইন নামের উত্সেচকের প্রভাবে রক্তে অনুচক্রিকার সংখ্যা বাড়াতে পারে। সেইসঙ্গেই ডেঙ্গির প্রভাবে যকৃতের ক্ষতিপূরণেও পেঁপে পাতার রস অব্যর্থ। ২০০৮ সালে শ্রীলঙ্কার ফ্যামিলি ফিজিশিয়ান জার্নালে প্রকাশিত হয়েছিল এই গবেষণার রিপোর্ট।

তবে বিতর্কের মুখেও পড়েছেন রামদেব। রাজধানীর অসুস্থতার সুযোগে রামদেব নিজের প্রচার চালাচ্ছেন এমন সমালোচনাও শুনতে হয়েছে তাকে। অনেকে বলেছেন রামদেব যদি দেশের স্বাস্থ্য নিয়ে এতই চিন্তিত হন তাহলে ডেঙ্গি ছড়িয়ে পড়ার আগেই সাবধান হতে নিজের উপদেশ দেননি কেন?

সমালোচনার মুখে অবিচলতি রামদেবের জবাব, "আমি কি একবারও নিজের কোনও প্রোডাক্টের প্রসঙ্গ উল্লেখ করেছি? আমি শুধুই প্রাকৃতিক চিকিত্সার উপকারিতার কথা বলেছি।"  

 

.