২০০০ রকমের ওষুধ খুচরো দামের ৯০ শতাংশ কমে পাওয়া যাবে!

মধ্যপ্রদেশের মানুষের জন্য সুখবর। আর এই সুখবর দিলেন কেন্দ্রীয় সাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। জব্বলপুরে সুপার স্পেশালিটি হাসপালাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে গিয়ে তিনি জানিয়েছেন, প্রায় ২০০০ রকমের ওষুধের দাম খুচরো দামের থেকে অন্তত ৯০ শতাংশ কমে যাবে। এতে সুবিধা হবে লাখো মানুষের।

Updated By: Nov 7, 2016, 05:08 PM IST
২০০০ রকমের ওষুধ খুচরো দামের ৯০ শতাংশ কমে পাওয়া যাবে!

ওয়েব ডেস্ক: মধ্যপ্রদেশের মানুষের জন্য সুখবর। আর এই সুখবর দিলেন কেন্দ্রীয় সাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। জব্বলপুরে সুপার স্পেশালিটি হাসপালাতালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনে গিয়ে তিনি জানিয়েছেন, প্রায় ২০০০ রকমের ওষুধের দাম খুচরো দামের থেকে অন্তত ৯০ শতাংশ কমে যাবে। এতে সুবিধা হবে লাখো মানুষের।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে আম্রুত প্রকল্প। রাজ্যের সাস্থ্যর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সবরকম সুবিধা দেওয়া হবে। এই প্রতিশ্রুতিও দেন তিনি। জব্বলপুরে সুপার স্পেশালিটি ব্লকের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রায় ১৫০ কোটি টাকা সাহায্য করা হচ্ছে। ওই অনুষ্ঠানে জে পি নাড্ডা ছাড়াও উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

আরও পড়ুন  শিশুদের একাকীত্ব কীভাবে দূর করবেন জানুন

.