কোভিড যুদ্ধে পথ দেখাবে ভারত! কোভ্যাকসিনের পর দেশের "জাইডাস ক্যাডিলা"পেল মানবদেহে ট্রায়ালের অনুমতি

ডিরেক্টর অব ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছ থেকে ফেজ-১ ও ফেজ-২ হিউম্যান ট্রায়ালের অনুমোদন পেয়েছে এই ভ্যাকসিন।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 3, 2020, 06:55 PM IST
কোভিড যুদ্ধে পথ দেখাবে ভারত! কোভ্যাকসিনের পর দেশের "জাইডাস ক্যাডিলা"পেল মানবদেহে ট্রায়ালের অনুমতি
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পর এবার মানবদেহে  ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন পেল ভারতীয় জাইডাস ক্যাডিলা ফার্মের করোনা ভ্যাকসিন। ডিরেক্টর অব ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছ থেকে ফেজ-১ ও ফেজ-২ হিউম্যান ট্রায়ালের অনুমোদন পেয়েছে এই ভ্যাকসিন।

সারা বিশ্ব জুড়ে একাধিক করোনা প্রতিষেধকের ট্রায়াল চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল অক্সফোর্ডের করোনা প্রতিষেধক আশা জোগাচ্ছে। এছাড়াও আমেরিকার মোডের্না ফার্ম ও জার্মানির বায়োনটেক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। চিনের কানসিনো বায়োলজিকসের করোনা প্রতিষেধকেও সাড়া মিলেছে।

তবে নিশ্চিত করে এখনও বলা সম্ভব নয় যে কবে করোনা প্রতিষেধক মিলবে। খরগোস , গিনিপিগ, ইঁদুর জাতীয় পশুর উপর পরীক্ষা করার পরেই মানব দেহে ট্রায়ালের অনুমতি মেলে। ভারতের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মানবদেহে ট্রায়ালের জন্য ডিসিজিআইর সবুজ সঙ্কেত পেল জাইডাস ক্যাডিলার এই করোনা ভ্যাকসিন।

আরও পড়ুন:চিনে নতুন ভাইরাস, নতুন মহামারী? কী বলল WHO, জেনে নিন

.