ই-সিগারেট বাড়িয়ে তোলে ক্ষতিকর অনান্য ড্রাগের প্রতি আসক্তি

আপনি সিগারেটের নেশা কাটিয়ে উঠতে ই-সিগারেটের শরানাপন্ন? তাহলে এবার সাবধান হন। নতুন এক গবেষণায় উঠে এসেছে ই-সিগারেটের নেশা গাঁজা এবং কোকেনের প্রতি আসক্তি বৃদ্ধি করে।

Updated By: Sep 4, 2014, 02:09 PM IST
ই-সিগারেট বাড়িয়ে তোলে ক্ষতিকর অনান্য ড্রাগের প্রতি আসক্তি

ওয়েব ডেস্ক: আপনি সিগারেটের নেশা কাটিয়ে উঠতে ই-সিগারেটের শরানাপন্ন? তাহলে এবার সাবধান হন। নতুন এক গবেষণায় উঠে এসেছে ই-সিগারেটের নেশা গাঁজা এবং কোকেনের প্রতি আসক্তি বৃদ্ধি করে।

ম্যাসাচুসেটস মেডিক্যাল সোসাইটির বিজ্ঞানীরা দাবি করেছেন ই-সিগারেট অনান্য ড্রাগের নেশার আসক্তির প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

বিজ্ঞানীরা দাবি করেছেন দাহ্য তামাকের কিছু প্রভাব ই-সিগারেটের মাধ্যমে দূর হয় ঠিকই, কিন্তু ই-সিগারেট মস্তিষ্কে এমন প্রভাব ফেলে যা সাধারন সিগারেটের মতই অনান্য ক্ষতিকারক ড্রাগের প্রতি আসক্তি বৃদ্ধি করে। ই-সিগারেটের মধ্যে থাকে। নিকোটিন। বিশেষত কৈশরে, যখন মস্তিষ্কের পরিবর্ধন হয় তখন এই নিকোটিন সাধারণ সিগারেটের মতই ড্রাগের প্রতি আসক্তি বৃদ্ধি করে। অপ্রত্যক্ষ স্মোকিংয়ের ফলাফলও এতটাই মারাত্মক হতে পাড়ে।

 

.