এই লক্ষ্মণগুলি আপনার বোন ক্যান্সারের কারণ হতে পারে!
মারণব্যাধি ক্যান্সার। কখনও কাউকে জানান দিয়ে আসে না। কিন্তু একটু সচেতন থাকলেই বেশকিছু লক্ষ্মণ আপনাকে বিপদ সংকেতের জানান দিতে পারে। বোন ক্যান্সার হল ম্যালিগন্যান্ট টিউমার যা স্বাভাবিক বোন টিস্যুগুলিকে নষ্ট করে দেয়। হাড়ের মধ্যে বাসা বাঁধে এই মারণব্যাধি। মূলত শিশু ও বয়স্কদের মধ্যে বোন ক্যান্সার দেখা যায়। তবে কী কারণে বোন ক্যান্সার হয়, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
ওয়েব ডেস্ক : মারণব্যাধি ক্যান্সার। কখনও কাউকে জানান দিয়ে আসে না। কিন্তু একটু সচেতন থাকলেই বেশকিছু লক্ষ্মণ আপনাকে বিপদ সংকেতের জানান দিতে পারে। বোন ক্যান্সার হল ম্যালিগন্যান্ট টিউমার যা স্বাভাবিক বোন টিস্যুগুলিকে নষ্ট করে দেয়। হাড়ের মধ্যে বাসা বাঁধে এই মারণব্যাধি। মূলত শিশু ও বয়স্কদের মধ্যে বোন ক্যান্সার দেখা যায়। তবে কী কারণে বোন ক্যান্সার হয়, তা এখনও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।
যে যে লক্ষ্মণগুলি বুঝিয়ে দেবে আপনার বোন ক্যান্সার হয়েছে কি হয়নি-
১) হাড়ের ভেতর অসহ্য যন্ত্রণা। প্রথমে একটা জিলিক দিয়ে ব্যথা। তারপর অসহ্য যন্ত্রণা।
২) হঠাত্ করে কোনও জায়গা পুঁজ জমে যাওয়ার মত ফুলে ওঠা।
৩) আচমকা হাড় ভেঙে যাওয়া।
৪) হাঁটতে-চলতে, নড়চড়ায় অসুবিধা হওয়া।
আরও পড়ুন, যে লক্ষ্মণগুলি বুঝিয়ে দেবে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, জেনে নিন
৫) ওজন কমে যাওয়া।
৬) ফ্যাটিগ, আলসে ভাব।
৭) ঘন ঘন জ্বর।
৮) অ্যানিমিয়ায় ভোগা।