জেনে নিন রক্ত সংকটে কোথায় মিলবে খোঁজ!

পরিবারের নিকটতম কোনও মানুষ অসুস্থ? অত্যন্ত সংকটজনক? হাসপাতালে ভর্তি? এখনই চিকিত্‍সার জন্য প্রয়োজন রক্তের। কিন্তু, বিরল গ্রুপের রক্ত হওয়ার ফলে তা কোথাও মিলছে না। অথচ, ডাক্তারবাবু ২৪ ঘণ্টার মধ্যে রক্তের যোগান দিতে বলেছেন। কি করবেন বুঝতে পারছেন না?

Updated By: Aug 13, 2016, 02:17 PM IST
জেনে নিন রক্ত সংকটে কোথায় মিলবে খোঁজ!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : পরিবারের নিকটতম কোনও মানুষ অসুস্থ? অত্যন্ত সংকটজনক? হাসপাতালে ভর্তি? এখনই চিকিত্‍সার জন্য প্রয়োজন রক্তের। কিন্তু, বিরল গ্রুপের রক্ত হওয়ার ফলে তা কোথাও মিলছে না। অথচ, ডাক্তারবাবু ২৪ ঘণ্টার মধ্যে রক্তের যোগান দিতে বলেছেন। কি করবেন বুঝতে পারছেন না?

আরও পড়ুন- বাতের ব্যথায় ভুগছেন? জেনে নিন কী করতে হবে

তাহলে হয়তো এটাই আপনাকে সাহায্য করতে পারে। বিপাকের সময় রক্তের যোগান দেবে একটি ফোন নম্বর। নম্বরটি '9600097000'। এই নম্বরে একটি SMS করতে হবে। লিখতে হবে যেমন, 'BLOODB+' আর পাঠিয়ে দিতে হবে ওই নম্বরটিতে। SMSটি করার কিছু সময়ের মধ্যেই রক্তদাতাদের কাছ থেকে ফোন আসবে আপনার কাছে। মিটবে সমস্যা। তাই আর দেরি না করে এখনই সেরে নিন কাজটি-

.