ফের নতুন আশা! চারটি করোনা প্রতিষেধককে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিল আমেরিকা

সাংবাদিক সম্মোলনে হান জানিয়েছেন, এখনই ৪ টি প্রতিষেধককে ক্লিনিকাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। আরও ৬টি প্রতিষেধক রয়েছে পুনর্মূল্যায়ন করা বাকি।

Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 3, 2020, 03:29 PM IST
ফের নতুন আশা! চারটি করোনা প্রতিষেধককে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিল আমেরিকা
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা লড়াইয়ে চাতক পাখির মতো সারা বিশ্ব চেয়ে বসে আছে প্রতিষেধকের আশায়। কিন্তু মিলছে কই!

চারটি করোনা প্রতিষেধককে এবার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সংস্থার প্রধান স্টিফেন হান এমনটাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
সাংবাদিক সম্মোলনে হান জানিয়েছেন, এখনই ৪ টি প্রতিষেধককে ক্লিনিকাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে। আরও ৬টি প্রতিষেধক রয়েছে পুনর্মূল্যায়ন করা বাকি।

মার্কিন প্রশাসন মে মাসে স্বাস্থ্য ও প্রতিরক্ষা বিভাগের যৌথ প্রচেষ্টায় "ওয়ার্প স্পিড" প্রকল্পের ঘোষণা করেছিল। যেখানে বলা হয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসের আগেই ৩০ কোটি করোনা প্রতিষেধক তৈরি করা হবে।
যদিও আমেরিকার বিশ্বমারী বিশেষজ্ঞ অ্যান্থনি ফসি মঙ্গলবার জানিয়েছেন এরকম কোনও নিশ্চয়তা নেই যে আমেরিকা এমন প্রতিষেধক আবিষ্কার করতে পারবে যা করোনা লড়াইযে কার্যকরী ও নিরাপদ হবে।
তবে তিনি আশা রাখেন যে চলতি বছরে শীতকালে কিংবা আগামী বছরের শুরুতে প্রতিষেধক আসতে পারে।

আরও পড়ুন:অধিকাংশেরই করোনা টিকা নেওয়ার দরকার হবে না! কারণ ব্যাখ্যা করলেন অক্সফোর্ডের মহামারি বিশেষজ্ঞ

.