কী এই উইলসন ডিজিজ?
উইলসন ডিজিজ। শরীরের বিভিন্ন কোষে, মস্তিষ্কে, লিভারে জমে যাচ্ছে তামা। নিয়মিত ওষুধ না খেলেই বিপদ। তামা জমতে জমতে একসময় বন্ধ হয়ে যাবে শরীরের কাজকর্ম। এরপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া। এদেশে ভয়ঙ্কর এই রোগের ওষুধ তৈরি করে একটিই মাত্র সংস্থা, প্যানাসিয়া বায়োটেক। ওষুধের নাম, পেনিসিলামাইন টুফিফটি। কিন্তু গত চারমাস ধরে বন্ধ হয়ে রয়েছে জীবনদায়ী এই ওষুধের উত্পাদন।
ওয়েব ডেস্ক: উইলসন ডিজিজ। শরীরের বিভিন্ন কোষে, মস্তিষ্কে, লিভারে জমে যাচ্ছে তামা। নিয়মিত ওষুধ না খেলেই বিপদ। তামা জমতে জমতে একসময় বন্ধ হয়ে যাবে শরীরের কাজকর্ম। এরপর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়া। এদেশে ভয়ঙ্কর এই রোগের ওষুধ তৈরি করে একটিই মাত্র সংস্থা, প্যানাসিয়া বায়োটেক। ওষুধের নাম, পেনিসিলামাইন টুফিফটি। কিন্তু গত চারমাস ধরে বন্ধ হয়ে রয়েছে জীবনদায়ী এই ওষুধের উত্পাদন।
আরও পড়ুন অম্বলের সমস্যায় ভুগছেন? এই খাবারগুলো খান
পুরনো স্টকও শেষ। দেশজুড়ে চরম সঙ্কটে রোগীরা। পরিসংখ্যান বলছে ভারতে প্রতি তিরিশ হাজার জনের মধ্যে একজন এই কঠিন রোগে আক্রান্ত হন। বেঁচে থাকতে গেলে আজীবন আক্রান্ত ব্যক্তিকে এই ওষুধ খেয়ে যেতেই হবে। বাজারে ওষুধ না মেলায় রোগীরা পড়েছেন কঠিন সমস্যায়।