২০১২ সালে বায়ু দূষণ প্রাণ কেড়েছে ৭০ লক্ষ মানুষের, জানাল WHO

২০১২ সালে পৃথিবীতে বায়ু দূষণের কোপে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে ৭০ লক্ষ মানুষ। মঙ্গলবার এই তথ্য দিয়েছে World Health Organization (WHO)। বায়ু দূষণকেই বর্তমান বিশ্বের স্বাস্থ্যের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক পরিবেশ গত কারণ হিসাবে চিহ্নিত করেছে WHO।

Updated By: Mar 25, 2014, 02:52 PM IST

২০১২ সালে পৃথিবীতে বায়ু দূষণের কোপে প্রাণ হারিয়েছেন অন্তত পক্ষে ৭০ লক্ষ মানুষ। মঙ্গলবার এই তথ্য দিয়েছে World Health Organization (WHO)। বায়ু দূষণকেই বর্তমান বিশ্বের স্বাস্থ্যের পক্ষে সর্বাপেক্ষা ক্ষতিকারক পরিবেশ গত কারণ হিসাবে চিহ্নিত করেছে WHO।

WHO এর জনস্বাস্থ্য বিভাগের প্রধান মারিয়া নেইরা জানিয়েছেন ``আগে যা ভাবা হয়েছিল বায়ূ দূষণ তার থেকে অনেক বেশি ক্ষতি করে স্বাস্থ্যের। বিশেষত সারা বিশ্ব জুড়েই হার্টের অসুখ ও স্ট্রোক বৃদ্ধিতে এর ভূমিকা মারাত্মক।``

বিশেষত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশ গুলিতে এর প্রভাব ভয়ঙ্কর। WHO-এর তথ্য অনুযায়ী এই দেশগুলিতে গৃহমধ্যস্থ বায়ু দূষণে এক বছরের মধ্যে মারা গেছেন ৩৩ লক্ষ মানুষ। বাড়ির বাইরের বায়ু দূষণ কেড়ে নিয়েছে অন্তত ২৬ লক্ষ মানুষের প্রাণ।

জ্বালানী হিসাবে এখনও কাঠ, কয়লা, গোবরের ব্যাপক ব্যবহার এই সব দেশের বাড়ির মধ্যেকার বায়ু দূষণের মূল কারণ।

ইউরোপের শিল্পোন্নত দেশগুলিতে বায়ু দূষণের ফলে মারা গেছেন ২ লক্ষ ৭৯ জন মানুষ।

WHO-এর মতে সারা পৃথিবীতেই পরিবহণ, নিকাশি ও শক্তি সংক্রান্ত নীতি ও বিভিন্ন শিল্পের অস্থিতিশীল অবস্থা বাতাসে দূষণের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে।

.