স্টক ট্রডের সেরা সময় কোনটা? যা জানা দরকার! - IIFL



স্টক ট্রডের সেরা সময় কোনটা? যা জানা দরকার!

ইন্ট্রা ডে ট্রেডাররা, যাঁরা দিনের দিন স্টক কেনাবেচা করেন, তাঁরা বাজার খোলার পর প্রথম ঘণ্টাকে ট্রেডের আদর্শ সময় হিসেবে বিবেচনা করেন। স্টকের মূল্য স্থিতিশীল থাকার কারণে তাঁরা এই সময় শেয়ার কেনাবেচা করতে চান।

Written by Web Desk Team | Published :January 4, 2023 , 11:30 am IST

কোম্পানির পারফরম্যান্স ও মৌলিক বিষয়গুলি নিয়ে গবেষণা ও অধ্যয়নের উপর নির্ভর করে স্টক মার্কেটে বিনিয়োগ ভাল ব্যবসা হতে পারে। বিনিয়োগকারীরা ছাড়া যাঁদের মনে দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে তাঁরাও স্বল্পমেয়াদি মূল্যের গতিবিধি থেকে মুনাফা অর্জন করতে পারেন। তাহলে কি দিনের কোনও নির্দিষ্ট সময়ে স্টক কেনা বেচা করলে লাভ বেশি হতে পারে? বেশ কিছু বাহ্যিক কারণে যে কোনও সময় স্টকের ওঠানামা হতে পারে। যেমন, ভাল পারফরম্যান্স রিপোর্ট কোম্পানির স্টক মূল্যকে বাড়িয়ে তুলতে পারে। আবার সরকারি সংস্থা অনুমোদন বা তদন্ত বা চুক্তি বাতিল করলে দাম পড়তে পারে। সোজা কথায়, ট্রেডিং সেশনের সময় কখন কীভাবে মূল্য পরিবর্তন হবে তার কোনও ধরাবাঁধা পন্থা নেই।

ভারতে স্টক ট্রেড শুরু হয় সকাল সাড়ে ৯টায়। চলে দুপুর সাড়ে ৩টে পর্যন্ত। শেষ দিনে বাণিজ্য বন্ধ হওয়ার পরে আসা কিছু খবরের কারণে বাণিজ্য শুরু হওয়ার আগেও স্টকের মূল্যে বড়সড় হেরফের হতে পারে।

ইন্ট্রা ডে ট্রেডাররা, যাঁরা দিনের দিন স্টক কেনাবেচা করেন, তাঁরা বাজার খোলার পর প্রথম ঘণ্টাকে ট্রেডের আদর্শ সময় হিসেবে বিবেচনা করেন। স্টকের মূল্য স্থিতিশীল থাকার কারণে তাঁরা এই সময় শেয়ার কেনাবেচা করতে চান।

দিনের মাঝামাঝি ট্রেডিং ভলিউম এবং মূল্য স্থিতিশীল থাকার সম্ভাবনা থাকে। তবে এই সময়ের মধ্যে করা বাণিজ্যে লাভের সম্ভাবনা কম।

তারপর দিনের শেষ বেলায় বা ট্রেড শেষ হবার ঘণ্টা খানেক আগে স্টক মূল্যে ব্যাপক ওঠানামা শুরু হয়। ব্যবসায়ীরা মুনাফার জন্য অবস্থান স্পষ্ট করতে চান। একদম শুরুর সময়ের মতো ট্রেডিংয়ের শেষ ঘণ্টাও শেয়ার কেনাবেচার জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই সময় স্টক মূল্যের ওঠানামা, উচ্চ ট্রেডিং ভলিউম এবং অনেক অপেশাদার বিনিয়োগকারীরাও শেষ মুহূর্তে লাভের আশায় বড়সড় পদক্ষেপ নেয়।

ট্রেডিংয়ের শুরু এবং শেষের সময়ের মতো ব্যবসায়ীদের স্টক কেনাবেচার নির্দিষ্ট সময় রয়েছে। অনেক ব্যবসায়ীই হাতে সারা সপ্তাহ সময় পাওয়া যায় বলে সোমবার স্টক কেনার সেরা দিন মনে করেন। শুক্রবার ট্রেড বন্ধ হওয়ার পর সপ্তাহান্তে বেশ কিছু উন্নতি হতে পারে, যা শেয়ারের দামকে প্রভাবিত করতে পারে। অভিজ্ঞ ব্যবসায়ীরা শুক্রবার ট্রেডিং সেশন বন্ধ হওয়ার পর থেকে কমে যাওয়া চাহিদার কারণে সোমবার ট্রেড করতে পছন্দ করেন।

নির্দিষ্ট সময় ট্রেডে লাভের সুযোগ রয়েছে, তবে সেটা শুধু ইনফর্মড ট্রেডে। বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করেই স্টক মার্কেটে লেনদেন করা উচিত, অনুমানের বশে নয়।

বাজারের খবর এবং বিনিয়োগকারী যে কোম্পানিতে ট্রেড করতে চান তার বিকাশের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারলে ঝুঁকি পরিচালনা করা সহজ হয়ে যায়। কারণ স্টক ট্রেডিং করার আগে অবশ্যই বুঝতে হবে এতে সবসময় নির্দিষ্ট মাত্রার ঝুঁকি থাকবেই।