কলকাতার বৃষ্টিতে এক ঘণ্টা পিছলো ম্যাচ
মাঠের বাইরে যখন বিতর্কে বিদ্ধ আইপিএল, তখনও প্রকৃতিও আইপিএলকে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না। কলঙ্ক মোচনের ল়ডাইয়ে দ্রাবিড়-সচিন-পোলার্ডদের ম্যাচ বৃষ্টির জন্য সঠিক সময় শুরু হতে পারল না।
রাজস্থান রয়্যালস- ১৬৫/৬ ( দ্রাবিড় ৪৩, দিশান্ত ইয়াগানিক- ৩১)
মাঠের বাইরে যখন বিতর্কে বিদ্ধ আইপিএল, তখনও প্রকৃতিও আইপিএলকে ঘুরে দাঁড়াতে দিচ্ছে না। কলঙ্ক মোচনের ল়ডাইয়ে দ্রাবিড়-সচিন-পোলার্ডদের ম্যাচ বৃষ্টির জন্য সঠিক সময় শুরু হতে পারল না।
শুক্রবার ইডেনে ফাইনালে ওঠার লড়াই বৃষ্টিতে পিছিয়ে গেল। ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খারাপ থাকায় নির্ধারিত সময়ে শুরু হয়নি। প্লে অফের এই ম্যাচ শুরু হবে রাত ৯টা থেকে। রাত ৯টায় টস হবে বলে জানানো হয়েছে। ম্যাচ কুড়ি ওভারেরই হবে।
ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে উঠবে মুম্বই ইন্ডিয়নস। কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্লে অফ ভেস্তে গেলে যে দল রাউন্ড রবীন লিগে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকবে তারাই ফাইনাল উঠবে। লিগ পর্যায়ে রাজস্থান রয়্যালসের চেয়ে পয়েন্ট বেশি সংগ্রহ করেছিল মুম্বই ইন্ডিয়নস।
তবে এখন সবাই চাইছেন ম্যাচ হোক। স্পট ফিক্সিং কাণ্ড আইপিএলে যতটা কালিমালিপ্ত করেছে, তা মুছে ফেলে দেওয়া যায় একমাত্র ভাল ক্রিকেট খেলেই। কিন্তু হায় প্রকৃতিও তো বিরূপ.. তাই শুধু দ্রাবিড়, সচিন কিংবা মাঠে বসে থাকা দর্শকরা নন, ক্রিকেট ভক্তরাই বলছেন রেন রেন গো অ্যাওয়ে।