গেইলের ঝড় রুখতে গুরু-গম্ভীর নাইটদের ডনের প্ল্যান!

আজ বাদশা কী চিন্তিত নিজেকে ধরা দিতে। যেখানে তাঁকে পাকড়ানো নামুমকিন। হাতে তাঁর একখানি মোক্ষম অস্ত্র সুনীল নারিন। আর মুখোমুখি দাঁড়িয়ে চিনের প্রাচীরের মতো গেইল, কোহলি, ডিভিলায়ার্স। আগের ম্যাচে হায়দরাবাদের সঙ্গে খেলায় অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন নতুন চালও ভাতে বাড়ে। অপরাজেয় কোহলির অনবদ্য ৪৭ বলে ৯৩ রান। আর গেইল ও ডিভিলিয়ার্সকে যত কম বলা যায় ততই ভাল, কারণ তাঁদের ধারালো ব্যাট দিয়ে অনায়াসে বিপক্ষ দলের মুন্ডচ্ছেদ করতে কখনো দ্বিধাবোধ করেন না।

Updated By: Apr 11, 2013, 01:05 PM IST

আজ বাদশা কী চিন্তিত নিজেকে ধরা দিতে। যেখানে তাঁকে পাকড়ানো নামুমকিন। হাতে তাঁর একখানি মোক্ষম অস্ত্র সুনীল নারিন। আর মুখোমুখি দাঁড়িয়ে চিনের প্রাচীরের মতো গেইল, কোহলি, ডিভিলায়ার্স। আগের ম্যাচে হায়দরাবাদের সঙ্গে খেলায় অধিনায়ক কোহলি বুঝিয়ে দিয়েছেন নতুন চালও ভাতে বাড়ে। অপরাজেয় কোহলির অনবদ্য ৪৭ বলে ৯৩ রান। আর গেইল ও ডিভিলিয়ার্সকে যত কম বলা যায় ততই ভাল, কারণ তাঁদের ধারালো ব্যাট দিয়ে অনায়াসে বিপক্ষ দলের মুন্ডচ্ছেদ করতে কখনো দ্বিধাবোধ করেন না। পয়েন্ট তালিকায় ব্যাঙ্গালুরু এখন একধাপ এগিয়ে। উপরের দিকে উঠে আসতে গেলে নাইটদের ব্যাটিং স্ট্র্যাডিজি একটু পরিবর্তন করতে হবে তা গম্ভীর এতক্ষণে বুঝে নিয়েছেন। শুধু ম্যাজিক নারিনকে দিয়েই বিপক্ষকে ঘোল খাওয়ানো যাবে না। এই কারণে আজকে আশা করা যাচ্ছে ম্যাকুলামকে খেলানো হতে পারে। গতম্যাচে নাইটদের হারার কারণ দীর্ঘ পাটনারশিপের অভাবে, এমনই ত্বত্ত খুঁজে বার করেছিলেন গম্ভীর। সেখানে মরগানে যোগ্য সঙ্গ দেবার জন্য লক্ষ্মী, ভাটিয়া কিংবা মনোজ তিওয়ারি দায়িত্ব অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। ম্যাকুলাম আজ খেললে ওপেনিং জুটির পরিবর্তন হয়ত হতে পারে। কিন্তু আজকে নাইটদের সব থেকে বেশি দরকার বাদশার অনুপ্রেরণা।

.