শূন্য রানে আউট সচিন, তবু জয় মুম্বইয়ের

আইপিএল সিক্সের তাদের দ্বিতীয় ম্যাচে ভরাডুবি হল মুম্বই ইন্ডিয়ন্সের। শনিবার চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে সচিন তেন্ডুলকর এক বল খেলে শূন্য রানে আউট হলেন। অসি পেসার ডার্ক ন্যানেসের প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান। সচিনের মতই ব্যর্থ অধিনায়ক রিকি পন্টিং (৬), রোহিত শর্মা (৮), রায়াডু (৭)-রাও।

Updated By: Apr 6, 2013, 09:21 PM IST

মুম্বই ইন্ডিয়ন্স- ১৪৮/৬, চেন্নাই সুপার কিংস-- ১৩৯
ম্যাচের সেরা--কিরন পোলার্ড
আবার আইপিএলে ঘটল ঘটনাটা। সচিন তেন্ডুলকর শূন্য রানে আউট হলেন, আর তাঁর দল মুম্বই ইন্ডিয়ন্স জিতল। বারবার চারবার ঘটল ঘটনাটা। আইপিএলে আজকেরটা নিয়ে চারবার শূন্যতে প্যাভিলিয়নে ফিরলেন সচিন, আর প্রতিবারই জিতল মুম্বই।
ধোনির দুরন্ত ইনিংসের পর মুম্বই ইন্ডিয়ান্স জিতল ৯ রানে৷ মহেন্দ্র সিং ধোনি তো ঝড় তুলেছিলেন চিপকে৷ ৫১ করলেন ২৬ বলে৷ ৬ বলে ১২ যখন দরকার মুনাফকে (২৯ -৩ ) ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়লেন উড়ন্ত পোলার্ডের হাতে৷ তার আগে ম্যাচের প্রথম ওভারের পঞ্চম বলে সচিন তেন্ডুলকর আউট৷ নামের পাশে শূন্য !

Tags:
.