কলকাতায় ডেঙ্গির বলি আরও ১

ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়। বুধবার দক্ষিণ কলকাতার নার্সিংহোমে মৃত্যু হয়েছে কসবার বাসিন্দা অরুণ মণ্ডলের। গত কয়েকদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন। এই নিয়ে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৯ জনের। রাজ্যে মৃতের সংখ্যা ৪১।

Updated By: Sep 12, 2012, 03:22 PM IST

ফের ডেঙ্গিতে মৃত্যু কলকাতায়। বুধবার দক্ষিণ কলকাতার নার্সিংহোমে মৃত্যু হয়েছে কসবার বাসিন্দা অরুণ মণ্ডলের। গত কয়েকদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন। এই নিয়ে কলকাতায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২৯ জনের। রাজ্যে মৃতের সংখ্যা ৪১।   
সোমবার ডেঙ্গিতে  ৩ জনের মৃত্যু হয় কলকাতায়। মিন্টোপার্ক এলাকার একটি নার্সিংহোমে সোমবার সকাল মৃত্যু হয়েছে বাগুইআটির বাসিন্দা, ৫৫ বছরের নিখিল রায়ের। হেমারেজিক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে লেকটাউনের এক নার্সিংহোমে মৃত্যু হয়েছে উল্টোডাঙার বাসিন্দা, ৭৫ বছরের সুনীল কুমার দাসের। কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ব্যক্তি গত ১০ দিন ধরে নার্সিংহোমটিতে চিকিত্সাধীন ছিলেন। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে, আরজি কর হাসপাতালে মৃত্যু হয়েছে উল্টোডাঙার বাসিন্দা রোহিত কর নামে ১৪ বছরের এক কিশোরের। এর আগে, খোদ মেয়রের ওয়ার্ডে রবিবার ডেঙ্গিতে মৃত্যু হয় একজনের। মৃত অসীম বিশ্বাস বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা। ডেঙ্গিতে মৃত্যু হয়েছে সোদপুরের বাসিন্দা ফুটবলার রঞ্জিত হালদারেরও।

.