নিজস্ব প্রতিবেদন : এবার শহর কলকাতার মধ‍্যেই তৈরি হবে আরও একটি শহর। পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, ১০০ একর জায়গার উপর তৈরি করা হবে গ্রিন সিটি।

আলিপুর জেল ইতিমধ্যেই বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। আলিপুর জেলের ঠিক পাশেই থাকা প্রেসিডেন্সি জেলও স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই জেলের মিলিত জমির পরিমাণ প্রায় ১০০ একরের বেশি। এখন জেলের ৩০ শতাংশ জমি হেরিটেজ অংশ।

নবান্ন সূত্রে খবর, হেরিটেজ অংশে হবে মিউজিয়াম। অনেকটা আন্দামানের সেলুলার জেলের ধাঁচে তৈরি হবে এই মিউজিয়াম। সেই হেরিটেজ অংশকে আলাদা করে বাঁচিয়ে রেখে বাকি অংশে হবে গ্রিন সিটি। জানা গিয়েছে, গ্ৰিন সিটি তৈরির ব্যাপারে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য পরামর্শদাতা নিয়োগ করছে পুর ও নগরোন্নয়ন দফতর।

আরও পড়ুন, বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের 'হাত-পা বাঁধতে' নয়া বিধি আনল রাজ্য সরকার

আরও পড়ুন, ৪ সৈকতকে জুড়ে বাংলার মেরিন ড্রাইভ কবে হবে, অপেক্ষায় দিঘাবাসী

দফতর সূত্রে খবর, পরামর্শদাতার পরামর্শ পাওয়ার পর তা মুখ‍্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই দক্ষিণ কলকাতায় নতুন গ্রিন সিটি তৈরির কাজে হাত দেবে পুর ও নগরোন্নয়ন দফতর।

English Title: 
100 acres Green city will be within Kolkata very soon
News Source: 
Home Title: 

কলকাতা শহরের মধ্যেই তৈরি হবে ১০০ একর 'সবুজ শহর'!

কলকাতা শহরের মধ্যেই তৈরি হবে ১০০ একর 'সবুজ শহর'!
Yes
Is Blog?: 
No