আবাসন মন্ত্রীর পুজো, তাই প্রতিমার উচ্চতায় ছাড় সুরুচি সঙ্ঘ‌ে?

কলকাতা পুলিসের তৈরি করা নিয়ম ভেঙেই এবার প্রতিমা আসছে সুরুচি সঙ্ঘের মণ্ডপে। প্রতিমার উচ্চতা হচ্ছে ১৪ ফুট। অথচ কলকাতা পুলিসের বেঁধে দেওয়া নিয়ম বলছে, সেই উচ্চতা যেন কোনোভাবেই বারো না পেরোয়। তাহলে? মন্ত্রীর পুজো বলেই কি মিলছে নিয়ম ভাঙার ঢালাও ছাড়? আবাসনমন্ত্রী অবশ্য বলছেন, তাঁর পুজোর প্রতিমা হচ্ছে ১১ ফুটেরই।

Updated By: Sep 22, 2013, 08:24 PM IST

কলকাতা পুলিসের তৈরি করা নিয়ম ভেঙেই এবার প্রতিমা আসছে সুরুচি সঙ্ঘের মণ্ডপে। প্রতিমার উচ্চতা হচ্ছে ১৪ ফুট। অথচ কলকাতা পুলিসের বেঁধে দেওয়া নিয়ম বলছে, সেই উচ্চতা যেন কোনোভাবেই বারো না পেরোয়। তাহলে? মন্ত্রীর পুজো বলেই কি মিলছে নিয়ম ভাঙার ঢালাও ছাড়? আবাসনমন্ত্রী অবশ্য বলছেন, তাঁর পুজোর প্রতিমা হচ্ছে ১১ ফুটেরই। 
এবারের থিম বাংলা আমার মা। আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাসের পুজোয় এবার সুরুচিতে উঠে আসছে এক টুকরো গ্রাম। আর এবারের অন্যতম আকর্ষণ সুবিশাল প্রতিমা।   কুমোরটুলিতে তৈরি হচ্ছে ১৪ ফুটের সেই প্রতিমা। এটাই এবার কুমোরটুলির সবথেকে বড় প্রতিমা। কয়েক বছর আগে ঠিক হয়েছিল, কুমোরটুলিতে ১২ ফুটের বেশি উচ্চতার প্রতিমা তৈরি করা হবে না। কুলকাতা পুলিস এবং কুমোরটুলি মৃত্শিল্পীদের সংগঠন যৌথভাবে এই সিদ্ধান্ত নেয়। কারণ,একটি দুর্ঘটনা। চোদ্দ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়ার সময় ট্রামের তারে লেগে আগুন ধরে যায়। তারপরই বেঁধে দেওয়া হয় উচ্চতা। প্রতিমা এবং ট্রাকের মিলিত উচ্চতা কোনওভাবেই যাতে ১৭ ফুটের বেশি না হয়, সেটা খেয়াল রাখতে প্রতিমা শিল্পীদের নির্দেশ দেয় কলকাতা পুলিস। তাহলে সুরুচি সঙ্ঘের পুজোর জন্য কেন মানা হচ্ছে না সেই নিয়ম?
 
আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য বলছেন, প্রতিমার উচ্চতা নিয়ে কোনও নিয়মই ভাঙছে না সুরুচি সঙ্ঘ। রাস্তা আটকে পুজো বিতর্কে রাজ্যের মন্ত্রীদের আচরণের কড়া সমালোচনা করেছিল কলকাতা হাইকোর্ট। মন্ত্রীদের আচরণ গুন্ডার মতো, বলেছিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিমার উচ্চতা নিয়েও কি তাহলে নতুন বিতর্কের জন্ম দিতে চলেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘ?
 

.