গত ৩টি নির্বাচনে কলকাতার সাতটি বিধানসভা আসনের একঝলক
২০১১-য় কলকাতার সাতটি বিধানসভা আসনে জেতে কংগ্রেস-তৃণমূল জোট। সাতটি বিধানসভা আসনে প্রায় ৬০ শতাংশ ভোট পায় কংগ্রেস তৃণমূল জোট। বামেরা পায় ৩২ শতাংশের বেশি ভোট।
ওয়েব ডেস্ক : ২০১১-য় কলকাতার সাতটি বিধানসভা আসনে জেতে কংগ্রেস-তৃণমূল জোট। সাতটি বিধানসভা আসনে প্রায় ৬০ শতাংশ ভোট পায় কংগ্রেস তৃণমূল জোট। বামেরা পায় ৩২ শতাংশের বেশি ভোট।
২০১৪ লোকসভা নির্বাচনে কলকাতার ৭টি বিধানসভা আসনের ৫টিতে এগিয়ে ছিল তৃণমূল। একটিতে বিজেপি ও একটিতে কংগ্রেস এগিয়ে ছিল। সাত বিধানসভা আসনে ছত্রিশ শতাংশ ভোট পায় তৃণমূল। বামফ্রন্ট পায় কুড়ি শতাংশের বেশি ভোট। বিজেপি প্রায় ছাব্বিশ শতাংশ ভোট পায়। কংগ্রেস পায় তেরো শতাংশ ভোট।
২০১৫ পনেরোর পুরভোটে কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের সাতটিতেই এগিয়ে ছিল তৃণমূল। প্রায় ছাপ্পান্ন শতাংশ ভোট পায় তৃণমূল। বামফ্রন্ট প্রায় উনিশ শতাংশ ভোট পায়। বিজেপি পায় তেরো শতাংশের বেশি ভোট।