২১ জুলাই কমিশনে সাক্ষ্য দিলেন বিমান বসু

গত ৩৪ বছরে তিনি কোনও সরকারি পদে ছিলেন না। এমনকী ১৯৯৩-য়ের ২১ জুলাই ছিলেন না কলকাতাতেও। আজ ২১ জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে একথা বলেছেন বিমান বসু।

Updated By: Nov 27, 2013, 09:49 PM IST

গত ৩৪ বছরে তিনি কোনও সরকারি পদে ছিলেন না। এমনকী ১৯৯৩-য়ের ২১ জুলাই ছিলেন না কলকাতাতেও। আজ ২১ জুলাই কমিশনে সাক্ষ্য দিতে গিয়ে একথা বলেছেন বিমান বসু।

৩৪ বছরে কোনও সরকারি সিদ্ধান্তে তাঁর বিন্দুমাত্র ভূমিকা ছিল না বলেও কমিশনকে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, সাধারণ মানুষের যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনই পুলিসেরও অধিকার আছে আইন রক্ষা করার। ২১ জুলাইয়ের আন্দোলন সশস্ত্র ছিল। চপার, বোমা নিয়ে সেদিন পুলিসের ওপর হামলা হয়েছিল। তবে যেহেতু তিনি কলকাতায় ছিলেন না, তাই এসবকিছু তিনি কাগজে পড়েছেন বলে কমিশনে জানিয়েছেন বিমান বসু। মহাকরণ অভিযানে পুলিসের গুলি চালানোর ঘটনায় সাক্ষ্য দিতে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ একুশে জুলাই কমিশনে পৌঁছন বিমান বসু। সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা রবীন দেব এবং আইনজীবী সুব্রত মুখার্জি।    

.