সমাবেশ স্থলের ঢিল ছোঁড়া দূরত্বে আজ চলবে একুশে জুলাই মামলার শুনানি
আজ কলকাতা হাইকোর্টে একুশে জুলাই মামলার শুনানি। তিন পুলিস অফিসার একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে আসবেন কিনা তার রায় হতে পারে আজ। সবপক্ষের নথি দেখে বিচারপতি চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ১৯৯৩ সালে একুশে জুলাই পুলিসের গুলিতে তেরজনের মৃত্যু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০১২ সালে তদন্ত কমিশন কাজ শুরু করে। সেখানেই সাক্ষ্য দিতে যাওয়ার কথা থাকলেও এই তিন পুলিস অফিসার সাক্ষ্য দিতে চাননি। ফলে একুশে জুলাই চলে এলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় একুশে জুলাইয়ের তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি কমিশনের পক্ষে।
কলকাতা: আজ কলকাতা হাইকোর্টে একুশে জুলাই মামলার শুনানি। তিন পুলিস অফিসার একুশে জুলাই কমিশনে সাক্ষ্য দিতে আসবেন কিনা তার রায় হতে পারে আজ। সবপক্ষের নথি দেখে বিচারপতি চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ১৯৯৩ সালে একুশে জুলাই পুলিসের গুলিতে তেরজনের মৃত্যু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ২০১২ সালে তদন্ত কমিশন কাজ শুরু করে। সেখানেই সাক্ষ্য দিতে যাওয়ার কথা থাকলেও এই তিন পুলিস অফিসার সাক্ষ্য দিতে চাননি। ফলে একুশে জুলাই চলে এলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় একুশে জুলাইয়ের তদন্ত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হয়নি কমিশনের পক্ষে।
২১ জুলাই এলেই খবরের শিরোনামে চলে আসে তৃণমূলের শহিদ দিবস। গতবছর একুশে জুলাই শহিদ দিবস পালন করেনি তৃণমূল। শহিদ দিবস পালন হয়েছিল ৩১ জানুয়ারি ব্রিগেডে। এবছর ২১ জুলাইয়ের সমাবেশ হচ্ছে ধর্মতলায় । প্রতিবছরই ২১ জুলাই পালনের মধ্যে দিয়ে দলীয় কর্মী সমর্থকদের রাজনৈতিক বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর দিয়েছিলেন লোকসভা ভোট নিয়ে বার্তা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৪২ মধ্যে ৩৪টি আসন পেয়েছে তৃণমূল। আনুষ্ঠানিকভাবে বিজয় উত্সব পালনের কর্মসূচিও রয়েছে সোমবারই।
লোকসভা ভোটে রাজ্যে ৬ শতাংশ থেকে বিজেপির ভোট বেড়ে দাঁড়িয়েছে ১৭ শতাংশে। বেশ কয়েকটি এলাকায় বিজেপির প্রাধান্য বেড়েছে। এর ফলে লোকসভা ভোটে ভাল ফল সত্ত্বেও সামান্য স্বস্তিতে নেই তৃণমূল নেত্রী।