২১ জুলাই- শহরের রাস্তার হালহকিকত

একুশে জুলাইয়ের সমাবেশকে ঘিরে আজ মহানগরীতে যানজটের সম্ভাবনা। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যেতে পারে মধ্য কলকাতা। তবে প্রশাসনের তরফে যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্ত রকম উদ্যোগ নেওয়া হচ্ছে।

Updated By: Jul 21, 2014, 11:28 AM IST
২১ জুলাই- শহরের রাস্তার হালহকিকত
ফাইল চিত্র

কলকাতা:

**শহরের প্রানকেন্দ্রে সমাবেশ। শহরের বিভিন্ন দিক থেকে ধর্মতলার সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেছে তৃণমূলের মিছিল। মিছিলের জেরে  যানজটের কবলে সেন্ট্রাল অ্যাভিনিউ, লেনিন সরণী,এসএন ব্যানার্জি রোড, এপিসি রোড, ব্র্যাবোন রোড, স্ট্র্যান্ড রোড। ধর্মতলায় আসার গাড়ি গুলিকে  ঘুরিয়ে দেওয়া হচ্ছে গনেশচন্দ্র অ্যাভিনিউ দিয়ে।  চাপ বেড়েছে উত্তর ও দক্ষিণের সংযোগকারী বাইপাসের ওপর।  

**সপ্তাহের প্রথম দিনেই তৃণমূলের শহিদ সমাবেশের জেরে অচল শহর। বাসস্ট্যান্ডে দীর্ঘ অপেক্ষা অফিসযাত্রীদের।  হাতে গোনা যে কটা বাসের দেখা মিলেছে তাতেও বাদুড়ঝোলা ভিড়। গতকাল রাত থেকেই কমেছে বাসের সংখ্যা। অধিকাংশ বাসেরই গন্তব্য ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশ। সময়ে বাস না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই।

হাওড়া স্টেশন থেকে স্ট্র্যান্ড রোড, কুইনসওয়ে ধরে মিছিল আসছে ধর্মতলায়।

শিয়ালদহ স্টেশন থেকেও মিছিল এল। মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে সে মিছিল পৌছবে ধর্মতলায়।

সল্টলেক স্টেডিয়াম থেকে যে মিছিলটি আসবে, তা বেলেঘাটা, শিয়ালদহ, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে পৌছবে ধর্মলতলায়।

শ্যামবাজার থেকে মিছিল আসছে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলায়।

বড়বাজারের মিছিলটিও আসছে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে।

খিদিরপুর রোড ধরে আউট্রাম রোড হয়ে একটি মিছিল জওহরলাল নেহেরু রোড ধরে ধর্মতলায় পৌছল।

হাজরা মোড় থেকে মিছিল বের হয়ে আশুতোষ মুখার্জি রোড এবং জওহরলাল নেহেরু রোড হয়ে একটি মিছিল পৌছল সমাবেশ স্থলে।

মিছিলের গাড়ি রাখার ব্যবস্থা হয়েছে হেস্টিংসে দ্বিতীয় হুগলির সেতুর নীচে। চিত্তরঞ্জন রোড, জওহরলাল নেহেরু রোড এবং এজেসি বোস রোডেও গাড়ি রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

 

এক নজরে--

গাড়ি পার্ক করা যাবে না যেসব রাস্তায়
ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন চত্বর
হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লার্ভাস লেন

মিছিল যে সব রাস্তা ধরে আসবে, সেইসব রাস্তায় প্রয়োজনমতো সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে।

 

 

.