কলকাতায় 'হলিউড শো', চলচ্চিত্রের উত্সবে মিস করবেন না বেনহুর, ক্যাসাব্লাঙ্কার

২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এবারের ফোকাস হলিউড। বেনহুর, ক্যাসাব্লাঙ্কার মত ক্লাসিক ছবি বড়পর্দায় দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। তবে অন্যবারের তুলনায় ছবির সংখ্যা বেশি হওয়ায় এবার একই ছবি বারবার দেখার সুযোগ পাবেন না দর্শকরা।

Updated By: Nov 15, 2015, 10:12 PM IST
কলকাতায় 'হলিউড শো', চলচ্চিত্রের উত্সবে মিস করবেন না বেনহুর, ক্যাসাব্লাঙ্কার

ওয়েব ডেস্ক: ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের এবারের ফোকাস হলিউড। বেনহুর, ক্যাসাব্লাঙ্কার মত ক্লাসিক ছবি বড়পর্দায় দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। তবে অন্যবারের তুলনায় ছবির সংখ্যা বেশি হওয়ায় এবার একই ছবি বারবার দেখার সুযোগ পাবেন না দর্শকরা।

কিন্তু এবার ফোকাস হিসাবে কেন বেছে নেওয়া হল হলিউডকে? চলচ্চিত্র উত্সবের কর্মকর্তারা জানাচ্ছেন, ক্যাসাব্লাঙ্কা, বেনহুরের মত বেশ কয়েকটি কালজয়ী সিনেমা দর্শকদের বড়পর্দায় দেখার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। তবে প্রতিদিন নতুন নতুন ছবির টানে অন্যবারের তুলনায় এবার আরও বেশি দর্শক হলমুখী হবেন বলেই আশা উদ্যোক্তাদের।  

ফোকাস সেকশনে  হলিউডের যে ক্লাসিক ছবিগুলি বেছে নেওয়া হয়েছে সেগুলি হল-

বেনহুর(১৯৫৯)
ক্যাসাব্লাঙ্কা(১৯৪১)
অ্যাপোক্যালিপ্স নাউ(১৯৭৯)
ওয়েস্টসাইড স্টোরিজ(১৯৬১)
বার্থ অব নেশন(১৯১৫)
দ্য জেনেরাল(১৯২৬)
মিস্টার স্মিথ গোজ টু ওয়াশিংটন(১৯৩৯)

 

.